Air India

ফেটে গিয়েছে চাকা! টেক অফের এক ঘণ্টার মধ্যে প্যারিসগামী এয়ার ইন্ডিয়ার বিমান ফিরল দিল্লিতে

বিমানের যাত্রীরা নিরাপদেই রয়েছেন। প্যারিস যাওয়ার জন্য তাঁদের অন্য উড়ানের ব্যবস্থা করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানটি পরীক্ষা করে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১৭:৩৩
Share:

—ফাইল চিত্র।

প্যারিসগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। টেক অফের এক ঘণ্টার মধ্যেই শুক্রবার দিল্লিতে ফিরিয়ে আনা হল বিমানটিকে। যাত্রীরা নিরাপদেই রয়েছেন। বিমানের চাকা ফেটে গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সেই কারণেই তড়িঘড়ি বিমানটিকে ফিরিয়ে আনা হয়।

Advertisement

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, এআই১৪৩ দিল্লি-প্যারিস বিমানকে টেক অফের পর পরই ফিরিয়ে আনা হয়েছে। টেক অফের পর বিমানবন্দরের রানওয়েতে চাকা ফাটার চিহ্ন দেখতে পান কর্মীরা। তাঁরাই দিল্লি বিমানবন্দরে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে বিষয়টি জানান। সেই মতো বিমানটিকে ফিরিয়ে আনায় হয়। ওই বিমানে ২২০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

Advertisement

শুক্রবার দুপুর ২টো ১৮ মিনিটে দিল্লিতে নিরাপদে অবতরণ করে বিমানটি। দিল্লি বিমানবন্দরে বিমানটি পরীক্ষা করে দেখা হচ্ছে। প্যারিস যাওয়ার জন্য ওই বিমানের যাত্রীদের জন্য অন্য উড়ানের ব্যবস্থা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement