খাপলাংকে পুতুল করেছে পরেশ, দাবি জঙ্গিদের

খাপলাং বাহিনীর প্রধান এস এস খাপলাং এখন পরেশ বরুয়ার ‘হাতের পুতুল’ হয়েছে— এমনই দাবি করল খাপলাং বাহিনী থেকে বহিষ্কৃত ও এনএসসিএন-এর নতুন শাখার নেতা ওয়াংতিং নাগা ও পি তিখাক। নাগাল্যান্ডের মন জেলায় সংগঠনের প্রথম সাধারণ সভায় ওয়াংতিংরা জানান, মায়ানমারের টাগায় দীর্ঘ দিন ধরে খাপলাং শিবিরে আশ্রয় নিয়েছে পরেশ। খাপলাং বাহিনীই আলফা জঙ্গিদের প্রশিক্ষণ দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০২:৫২
Share:

খাপলাং বাহিনীর প্রধান এস এস খাপলাং এখন পরেশ বরুয়ার ‘হাতের পুতুল’ হয়েছে— এমনই দাবি করল খাপলাং বাহিনী থেকে বহিষ্কৃত ও এনএসসিএন-এর নতুন শাখার নেতা ওয়াংতিং নাগা ও পি তিখাক।

Advertisement

নাগাল্যান্ডের মন জেলায় সংগঠনের প্রথম সাধারণ সভায় ওয়াংতিংরা জানান, মায়ানমারের টাগায় দীর্ঘ দিন ধরে খাপলাং শিবিরে আশ্রয় নিয়েছে পরেশ। খাপলাং বাহিনীই আলফা জঙ্গিদের প্রশিক্ষণ দেয়। কিন্তু, খাপলাং বৃদ্ধ হওয়ায় পরেশ শিবিরের দখল নিয়েছে। তার চাপেই ভারত সরকারের সঙ্গে সংঘর্ষবিরতি ভেঙেছে খাপলাং।

৩ মে নাগাল্যান্ডের চাংলাংসুতে জঙ্গিরা আধা সেনা কনভয়ে হামলা চালিয়ে ৮ জওয়ানকে হত্যা করেছিল। হামলার পর পরেশের তরফে ই-মেল পাঠিয়ে ঘোষণা করা হয়েছিল, আলফা, খাপলাং, এনডিএফবি ও কেএলও হাত মিলিয়ে যৌথ জঙ্গি মঞ্চ গড়েছে। তারাই ওই হামলা চালিয়েছে।

Advertisement

খ্রিষ্টান রাজ্য নাগাল্যান্ডে রবিবারের প্রার্থনার দিনে কোনও নাগা জঙ্গি রক্তপাত ঘটায় না। কিন্তু, ৩ মে রবিবার জঙ্গি হামলা ঘটে। নাগারা নিন্দায় সরব হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement