মৃতা কিশোরী শ্রাবণী। ছবি: ফেসবুক থেকে নেওয়া।
বাবা-মা বিয়েবাড়ি গিয়েছিলেন। কিন্তু মেয়ের পরীক্ষা থাকায় তাঁকে নিয়ে যাননি। দরজাও বাইরে থেকে বন্ধ করা ছিল। যাতে পড়া নষ্ট করে বছর ষোলোর মেয়েটি কোথাও যেতে না পারে। পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল শ্রাবণী চৌহান নামের মেয়েটি।
দরজা বন্ধ থাকায় অ্যাপার্টমেন্টে আগুন লেগে যাওয়ার পরেও বেরতে পারেনি সে। আগুনে পুড়েই মৃত্যু হয়েছে তার। মুম্বইয়ের দাদরে এই ঘটনাটি ঘটেছে।
মুম্বইয়ের দাদরের পাঁচ তলার একটি অ্যাপার্টমেন্টে রবিবার দুপুর ১.৪৫ মিনিট নাগাদ আগুন লাগে। পুলিশ সূত্রে খবর, পড়তে পড়তে মেয়েটি ঘুমিয়ে পড়েছিল। আগুন লেগেছে বুঝতে পারলেও দরজা বন্ধ থাকায় বেরতে পারেনি সে। ঘটনাস্থল থেকে একটি ফাঁকা কেরোসিনের পাত্রও পেয়েছে পুলিশ।
আরও পড়ুন: ‘আকাশে মেঘ নেই, তাই আমার পোষ্য রেডারের সিগনাল পাচ্ছে’, মোদীকে কটাক্ষ ঊর্মিলার
জীবন্ত দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় মেয়েটিকে। নিয়ে যাওয়া হয় স্থানীয় সিয়োন হাসপাতলে। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মেয়েটিকে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট, বিজেপি নেত্রীকে ক্ষমা চাইতে বলে জামিন দিল সুপ্রিম কোর্ট
ওই অ্যাপার্টমেন্টে আগুন লাগার সময় বেশ কিছু বৈদ্যুতিন যন্ত্রপাতি ও ঘরের জিনিসপত্রও নষ্ট হয়ে যায়। প্রাথমিক তদন্তে অনুমান, অ্যাপার্টমেন্টে একটি শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মেয়েটির বাবা ভাকোলা পুলিশ স্টেশনে নায়েক পদে কর্মরত। ওই কিশোরীর বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।