জম্মু-কাশ্মীরে অশান্তি নিয়ে ফের পাকিস্তানকে এক হাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সেই সঙ্গে তাঁর বার্তা ভারত কেবল কাশ্মীর নয়, কাশ্মীরিদেরও ভালবাসে।
উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এক সভায় রাজনাথ বলেন, ‘‘আমি বলতে বাধ্য হচ্ছি পাকিস্তানই কাশ্মীরে অশান্তিতে ক্রমাগত মদত দিয়ে যাচ্ছে। সম্প্রতি পাকিস্তানে গিয়েও আমি সে কথা বলেছি।’’ তাঁর কথায়, ‘‘কাশ্মীরবাসীকে জানাতে চাই যে আমরা কেবল আপনাদের ভূখণ্ডকেই ভালবাসি না। আপনাদেরও ভালবাসি।’’ স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কাশ্মীরি যুবকদের হাতে পাথর বা আগ্নেয়াস্ত্রের বদলে পেন, কম্পিউটার বা চাকরি থাকা উচিত। সম্প্রতি প্রায় একই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
হিংসার মাধ্যমে সমস্যার সমাধান হবে না বলেও আজ জানিয়ে দিয়েছেন রাজনাথ। তাঁর কথায়, ‘‘শান্তি ফিরলে তবেই আলোচনা হতে পারে।’’ ভূস্বর্গে রাজনৈতিক প্রক্রিয়া শুরুতে উদ্যোগী না হওয়ায় কড়া সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র। আজ স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা শুরু হওয়ার কথা বলে সেই প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
কাশ্মীরে আলোচনা শুরুর দাবি নিয়ে আজ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সে রাজ্যের বিরোধী দলগুলির প্রতিনিধিরা। বৈঠকের পরে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা বলেন, ‘‘এই সমস্যা মূলত রাজনৈতিক। তাই রাজনৈতিক পথেই তার সমাধান করতে হবে। এই বিষয়টিই কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে বোঝাতে আমরা রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি।’’
৪২ দিন পরে আজ কাশ্মীরে চালু হয়েছে পোস্ট-পেড মোবাইল পরিষেবা। তবে শ্রীনগর ও দক্ষিণ কাশ্মীরের কিছু এলাকায় এখনও জারি রয়েছে কার্ফু।