ভারতের জলবিদ্যুৎ প্রকল্পগুলি নিয়ে আপত্তি তুলল পাকিস্তান।
জম্মু-কাশ্মীরে ভারতের জলবিদ্যুৎ প্রকল্পগুলি নিয়ে আপত্তি তুলল পাকিস্তান। গত কাল এবং আজ দিল্লিতে বসেছিল সিন্ধু জল কমিশনের বৈঠক। সেখানে বিষয়টি নিয়ে সরব হয়েছে ইসলামাবাদ। দু’দেশের মধ্যে সম্পর্ক যখন তলানিতে গিয়ে ঠেকেছে তখন এই বৈঠকে বসাটাকেই একটি আস্থাবর্ধক পদক্ষেপ হিসাবে দেখাতে চাইছে নয়াদিল্লি।
১৯৬০ সালে দু’দেশের মধ্যে হওয়া সিন্ধু জলচুক্তি অনুসারে প্রত্যেক বছর এই সময় ভারত থেকে পাকিস্তানে বয়ে যাওয়া নদীগুলির প্রবাহসংক্রান্ত তথ্য দেওয়া হয় ইসলামাবাদকে। এই বৈঠকটিতে ভারত এ নিয়ে যাবতীয় তথ্য পাকিস্তানকে দিয়েছে বলে সরকারি সূত্রে খবর।
সূত্রের খবর, চন্দ্রভাগার শাখানদী মারুসদর-এ পাকাল ডাল বাঁধ এবং ডোডা জেলার কালনাই বাঁধ নিয়ে আপত্তি তুলেছে পাকিস্তান। এই দু’টি বাঁধেই রয়েছে দু’টি বড় জলবিদ্যুৎ কেন্দ্র।
পাকিস্তানের দাবি, এই দু’টি বাঁধের ফলে জলসঙ্কট তৈরি হচ্ছে সে দেশে। পাশাপাশি ভারতের কিষাণগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পটিও পরিদর্শন করতে চেয়েছে ইসলামাবাদ। জলসম্পদ মন্ত্রকের এক কর্তার কথায়, ‘‘বৈঠক হয়েছে বন্ধুত্বপূর্ণ পরিবেশে। পাকিস্তান কিছু আপত্তি তুলেছে। আমরা আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করার চেষ্টা করব।’’