ভারতের তরফ থেকে বারবার বলা হয়েছে। কিন্তু তা কানে নেয়নি ইসলামাবাদ। এই প্রথম ২৬/১১ হামলার অন্যতম মূল চক্রী হাফিজ সইদকে সন্দেহজনক তালিকায় অন্তর্ভুক্ত করল পাক সরকার। পাকিস্তানের তরফে বলা হয়েছে, নজর রাখা হবে হাফিজের সংগঠনের কার্যকলাপের উপরেও। যদি কোনও নাশকতার প্রমান পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিল ইসলামাবাদ।
হাফিজ জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান। তার সংগঠন জামাত-উদ-দাওয়া বিভিন্ন সামাজিক কাজ করে বলেই এত দিন হাফিজ দাবি করে এসেছে।
২৬/১১ মুম্বই হামলার পর ভারত-সহ আন্তর্জাতিক চাপে জামাত-উদ-দাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি। গোপনে হাফিজ এবং তার সংগঠন সক্রিয় ছিলই। ভারতের তরফে বারবার সে কথা পাক সরকারকে জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। সে বা তার সংগঠনের বিরুদ্ধে এত দিন কোনও পদক্ষেপই করা হয়নি।
সীমান্তে অশান্তির পারদ ক্রমশ চড়তে থাকায় দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই বৈঠকের আগে পাক সরকারের এমন সিদ্ধান্তে সীমান্তে শান্তি ফেরাতে খানিক আশার আলো দেখা গেল বলেই মনে করা হচ্ছে।