OXFAM India

অসরকারি সংস্থা অক্সফামের বিরুদ্ধে তদন্তে সিবিআই, বিদেশি অনুদান আইন ভঙ্গের অভিযোগ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্রে খবর, বিদেশি অনুদান হিসাবে পাওয়া অর্থ বিভিন্ন সংস্থায় পাঠিয়েছে অক্সফাম। যা বিদেশি অনুদান সংক্রান্ত সংশোধিত আইনের বিরুদ্ধাচরণ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ২১:৫২
Share:
‘অক্সফাম ইন্ডিয়া’র বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে সিবিআই। প্রতীকী ছবি।

‘অক্সফাম ইন্ডিয়া’র বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে সিবিআই। প্রতীকী ছবি।

‘অক্সফাম ইন্ডিয়া’র বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে সিবিআই। আন্তর্জাতিক এই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে বিদেশি অনুদান সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। গত বছর সংস্থার দফতরে তল্লাশি অভিযানও চালিয়েছে আয়কর দফতর। এ বার তদন্তভার তুলে দেওয়া হল সিবিআইয়ের উপর।

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্রে খবর, বিদেশি অনুদান হিসাবে পাওয়া অর্থ বিভিন্ন সংস্থায় পাঠিয়েছে অক্সফাম। যা বিদেশি অনুদান সংক্রান্ত সংশোধিত আইনের বিরুদ্ধাচরণ। সূত্রের আরও দাবি, অক্সফামের দফতরে আয়কর হানায় এমন কিছু ইমেলের হদিস মিলেছে, তা থেকে স্পষ্ট, বিদেশি অনুদানের অর্থ অন্য সংস্থার পাঠানোর পরিকল্পনা ছিল অক্সফামের।

আদিবাসী, দলিত, মুসলিম, নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করা অক্সফামে গত বছর সেপ্টেম্বরে তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর। যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি উত্থাপন করেছিল ব্রিটেন। প্রসঙ্গত, আয়কর হানার আগে ওই বছর জানুয়ারি মাসেই বাতিল হয়ে গিয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থার বিদেশি অনুদান পাওয়ার লাইসেন্স। তবে শুধু অক্সফামই নয়, আয়কর হানার মুখে পড়েছে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড পাবলিক স্পিরিটেড মিডিয়া ফাউন্ডেশন, যারা একাধিক ‘স্বাধীন’ সংবাদমাধ্যমকে আর্থিক অনুদান দিয়ে থাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement