হঠাৎ কী কারণে ক্ষোভ প্রকাশ করলেন অদিতি ছবি: সংগৃহীত।
‘রকস্টার’ বা ‘দিল্লি ৬’-এর মতো ছবি দিয়ে অভিনয় জীবন শুরু হয়েছিল অদিতি রাও হায়দরির। যদিও প্রথম দিকে পার্শ্বচরিত্রেই দেখা যেত অভিনেত্রীকে। তার পর ‘ওয়াজ়ির’ ছবিতে প্রথম বার মুখ্যচরিত্রে দেখা যায় অদিতিকে। এত দিন অদিতি তাঁর অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। গত বছর মুক্তি প্রাপ্ত ‘হীরামন্ডি’ সিরিজ়ে ‘বিব্বোজান’-এর চরিত্রে অদিতির নাচ, ‘গজগামিনী’ চলন ও রূপের ছটায় মুগ্ধ নেটপাড়া। সে বছরই অভিনেতা সিদ্ধার্থকে বিয়ে করেন। নায়িকার ক্ষোভ তার পর থেকে নাকি খরা চলছে তাঁর কর্মজীবনে।
সম্প্রতি ফারাহ খানকে দেওয়া সাক্ষাৎকারে অদিতি জানান, ‘হীরামান্ডি’ মুক্তির পর তাঁর হাতে আর কোনও কাজ ছিল না। প্রায় এক বছর বড় পর্দা থেকে দূরেই তিনি। অদিতি বলেন, “এই সিরিজে আমার অভিনয়ের যথেষ্ট প্রশংসা পেয়েছি, এত ভালোবাসা দিয়েছিলেন সকলে আমি ভেবেছিলাম আমার কাছে একের পর এক কাজ আসবে। কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। আমার কাছে একটি প্রস্তাব আসেনি।”
অদিতির কথা শুনে ফারাহ প্রশ্ন হাতে কাজ না থাকার জন্যই কি বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী? অদিতি বলেন, “না ব্যাপারটা একেবারেই তেমন নয়। আমাদের সময় খুঁজে বার করতে হয়েছিল বিয়ের জন্য। এমন সময় আমরা বেছে নিয়েছিলাম যাতে বিয়ের জন্য আমাদের কাজের কোনও ক্ষতি না হয়।” খুব শীঘ্রই ইমতিয়াজ় আলি পরিচালিত একটি ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অদিতিকে।