পালানোর সেই দৃশ্য।
কোভিড পরীক্ষার ভয়ে ট্রেন থেকে নেমেই পালাতে শুরু করলেন যাত্রীরা। রবিবার ঘটানাটি ঘটেছে অসমে।
সমস্ত ট্রেন যাত্রীর ক্ষেত্রে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। স্টেশনে নামার পরই যাত্রীদের পরীক্ষা হওয়ার কথা। রবিবার কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস গুয়াহাটি থেকে ৬০ কিলোমিটার দূরে জাগি রোড স্টেশনে থামতেই হুড়মুড়িয়ে নেমে পড়েন শিশু, মহিলা-সহ প্রায় ৪০০ পরিযায়ী শ্রমিক।
স্টেশনে নিরাপত্তারক্ষী এবং কোভিড পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্মীরা তাঁদের কোভিড পরীক্ষা করতে উদ্যত হতেই স্টেশনের এ দিক ও দিক দিকে পালাতে শুরু করেন যাত্রীরা। গোটা বিষয়টি দেখে হতভম্ব হয়ে যান দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। কোনও রকমে কয়েক জনকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা।
কোভিড পরীক্ষা করানোর ভয়ে পরিযায়ী শ্রমিকদের এই ঘটনা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। দেশে যখন কোভিড পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে তখন এই ধরনের ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়িয়ে তোলে।