Railway

গত চার বছরে রেল পুলিশের হাতে গ্রেফতার ৭৩ হাজার হিজড়া

সেই প্রশ্নের উত্তরে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে গত চার বছরে মোট ৭৩ হাজার হিজড়াকে যাত্রীদের কাছ থেকে টাকা তোলার অপরাধে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ১৬:৩৩
Share:

ট্রেনের মধ্যে পয়সা তুলছে হিজড়া। ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

ট্রেনের বিভিন্ন রুটে বিশেষত দুরপাল্লার ট্রেনে হিজড়াদের উৎপাতে হয়রান হতে হয় রেল যাত্রীদের। দাবি মতো টাকা না দিলে আপত্তিকর কথা, অশ্লীল অঙ্গিভঙ্গি ছাড়াও যাত্রীদের শারীরিক হেনস্থার অভিযোগও ভুরি ভুরি রয়েছে এদের বিরুদ্ধে। চলন্ত ট্রেনে এই জুলুমবাজি আটকাতে কী ব্যবস্থা নিয়েছে রেল পুলিশ? একটি আরটিআইয়ের মাধ্যমে এই প্রশ্ন করা হয়েছিল রেলমন্ত্রককে। সেই প্রশ্নের উত্তরে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে গত চার বছরে মোট ৭৩ হাজার হিজড়াকে যাত্রীদের কাছ থেকে টাকা তোলার অপরাধে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

ট্রেনে হিজড়াদের অত্যাচার আটকাতে মাঝে মধ্যেই বিভিন্ন রুটে হানা দেয় আরপিএফ। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়েছে কি না, তা নিয়ে প্রায়শই প্রশ্ন তোলেন যাত্রীরা। তাই রেলের তরফে এই ব্যবস্থা নেওয়ার ফল কী তা জানার জন্যই করা হয়েছিল আরটিআই।

তারই জবাবে রেল জানিয়েছে, গত চার বছরে ৭৩ হাজার ৮৩৭ জন হিজড়াকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ২০১৫ তে ১৩ হাজার ৬৪৬ জন, ২০১৬ তে ফ ১৯ হাজার ৮০০ জন, ২০১৭তে ১৮ হাজার ৫২৬ জন ও ২০১৮তে ২০ হাজার ৫৬৬ জন। এই গ্রেফতারি সত্ত্বেও হিজড়াদের জুলুমবাজি কতটা কমে সেটাই দেখার।

Advertisement

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কিশোরী মেয়েকে ধর্ষণ বাবার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement