গুলাম নবি আজাদ। ফাইল চিত্র।
দলের ভূমিকা নিয়ে কংগ্রেসের অন্দরেই একের পর এক শীর্ষ নেতা মুখ খুলতে শুরু করেছেন। আগেই সরব হয়েছেন কপিল সিব্বল। এ বার সরব হলেন আর এক শীর্ষ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।
সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে গুলাম নবি বলেন, “আমাদের দলের পরিকাঠামো ভেঙে পড়েছে। আমাদের সেটা গড়ে তুলতে হবে। দলকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ যদি নির্বাচিত হন, তা হলে সব ঠিক চলবে।” পাশাপাশি তিনি এটাও বলেন, “শুধু যে নেতৃত্ব পরিবর্তনেই আমরা বিহার বা মধ্যপ্রদেশে জিতব, সেটা ঠিক নয়। এটা তখনই সম্ভব যদি সিস্টেমকে বদলানো যায়।”
দলের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব কপিল সিব্বলের মতো বেশ কিছু শীর্ষ নেতা। রবিবারও এ প্রসঙ্গে সরব হতে দেখা গিয়েছে সিব্বলকে। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘১৮ মাস হয়ে গেল পূর্ণসময়ের সভাপতি নেই দলে। এমন পরিস্থিতিতে কীভাবে কার্যকরী প্রতিপক্ষ হয়ে উঠবে দল। একের পর এক জায়গায় হার হচ্ছে। অথচ তা নিয়ে আলোচনার অবকাশই নেই দলে।’’
আরও পড়ুন: নেতাহীন কংগ্রেস বিরোধী দল হিসেবে অকেজো, ফের তোপ সিব্বলের
গুজরাত, মধ্যপ্রদেশের ভোটে দলের শোচনীয় পরিস্থিতির কথাও এ দিন তুলে ধরেন সিব্বল। সেই সঙ্গে তাঁর মন্তব্য, বিজেপি-র সঙ্গে সামনাসামনি লড়াইয়ের ক্ষেত্রে বিরোধী দল হিসেবে কার্যকরী নয় কংগ্রেস। দলের নেতৃত্ব এবং দলের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে যখন একের পর এক নেতা মুখ খুলতে শুরু করেছেন, তখন দলের পাশে দাঁড়িয়ে সেই সব নেতাদের বিরুদ্ধে পাল্টা তোপ দাগতে দেখা গেল আর এক কংগ্রেস নেতা সলমন খুরশিদকে। গাঁধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খুরশিদ পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বলেন, “দলে নেতৃত্ব নিয়ে কোনও সঙ্কট নেই। এটা জোর দিয়েই বলছি। অন্ধ ছাড়া এটা সকলেই বুঝতে পারবেন।”