National News

দেশের স্থিরতা নষ্ট করতে প্রতিবেশী দেশ সব সময় চেষ্টা করে, পাকিস্তানকে নিশানা করে তোপ রাজনাথের

সাংবাদিকদের তিনি বলেন, ‘‘সব দেশেরই উপকূল সুরক্ষার জন্য পর্যাপ্ত বাহিনী থাকে। কিন্তু তার পরও কোনও সম্ভাবনাই (সন্ত্রাসবাদী কার্যকলাপ) উড়িয়ে দেওয়া যায় না।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০০
Share:

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। —ফাইল চিত্র

সন্ত্রাসের প্রশ্নে ফের পাকিস্তানকে কড়া বার্তা। রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রীর পর এ বার ‘আইএনএস বিক্রান্ত’-এ সফররত প্রতিরক্ষামন্ত্রী। রবিবার ভারতীয় নৌবাহিনীর এই যুদ্ধবিমানবাহী রণতরীতে সফরের সময় সাংবাদিকদের রাজনাথ সিংহ বলেন, উপকূলে সব সময়ই জঙ্গি কার্যকলাপের সতর্কতা থাকে। সেই সতর্কতার কারণ প্রতিবেশী দেশ— নাম না করেও পাকিস্তানের দিকে তির ছোড়েন রাজনাথ। তবে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহনী যে সব সব সময় সতর্ক ও প্রস্তুত, তাও স্পষ্ট বলেন প্রতিরক্ষামন্ত্রী।

Advertisement

গুজরাতের উপকূল দিয়ে ঢুকে পড়তে পারে পাকিস্তানি জঙ্গিরা— কয়েক দিন আগেই এই তথ্য হাতে এসেছিল ভারতীয় গোয়েন্দাদের। গুজরাত উপকূলের সব বন্দরে জারি হয়েছিল জঙ্গি হানার সতর্কতা। এ ছাড়াও প্রায় ৫০০ জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে বলেও তথ্য রয়েছে ভারতীয় সেনার কাছে। আবার দু’দিন আগেই সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে তোপ দেগে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এমনই পরিস্থিতিতে ‘আইএনএস বিক্রান্ত’-এ সফর করছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। নৌসেনার এই রণতরী এখন গোয়ার উপকূলে রয়েছে। এই রণতরীতেই রবিবার সকালে প্রথমে যোগাসন করেন রাজনাথ। রণতরীতেই সাংবাদিকদের তিনি বলেন, ‘‘সব দেশেরই উপকূল সুরক্ষার জন্য পর্যাপ্ত বাহিনী থাকে। কিন্তু তার পরও কোনও সম্ভাবনাই (সন্ত্রাসবাদী কার্যকলাপ) উড়িয়ে দেওয়া যায় না।’’

Advertisement

নাম না করেও পাকস্তানকে নিশানা করে রাজনাথের মন্তব্য, ‘‘আপনারা ভাল করেই জানেন, দেশের স্থিরতা নষ্ট করতে আমাদের প্রতিবেশী দেশ জঘন্য কাজকর্ম চালিয়ে যায়।’’ তিনি আরও বলেন, ‘‘আমি পুরো আস্থার রেখেই বলতে পারি, উপকূলের সুরক্ষার জন্য ভারতীয় নৌবাহিনী দৃঢ় উপস্থিতি রয়েছে। এটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।’’

আরও পড়ুন: রাষ্টপুঞ্জে ইমরানের যুদ্ধের হুমকির পরেই কাশ্মীরে আরও কড়া হল নিয়ন্ত্রণ, মোতায়েন অতিরিক্ত সেনা

আরও পডু়ন: ‘সারা রাত জেগেছিলাম সে দিন’, প্রধানমন্ত্রীর মুখে সার্জিকাল স্ট্রাইক

এর আগে ‘আইএনস বিক্রমাদিত্য’ রণতরীতেও রাত কাটিয়েছেন রাজনাথ। তার পর এ দিনের কথোপকথনে উঠে এসেছে ২৬/১১ মুম্বই হামলার প্রসঙ্গও। দেশের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘২৬/১১-র হামলা আমরা ভুলিনি। যদি একবার কোনও ভুল হয়ে থাকে, কোনওকিছুতেই সেটার পুনরাবৃত্তি হবে না। আমাদের নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনী সব সময় সতর্ক নজর রেখেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement