Jagdeep Dhankhar

ধনখড়ের বিরুদ্ধে ফের অনাস্থা আনবে বিরোধীরা

এ বারের নোটিসটি তৈরি করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। নামের বানান ভুল এবং অন্যান্য ত্রুটিবিচ্যুতিগুলি জয়রাম রমেশদের ভাল করে দেখে নেওয়া উচিত ছিল বলেই ঘরোয়া ভাবে জানাচ্ছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ০৭:২৮
Share:

জগদীপ ধনখড়। —ফাইল চিত্র।

রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের আনা সম্মিলিত অনাস্থা প্রস্তাবটি খরিজ হওয়ার পরেও দমছেন না বিরোধীরা। বিষয়টি নিয়ে তাঁরা কথা বলেছেন কপিল সিব্বল, অভিষেক মনু সিঙ্ঘভি, বিবেক তানখার মতো আইনজ্ঞদের সঙ্গে। স্থির হয়েছে, পরের অধিবেশনে নিয়ম অনুযায়ী হাতে চোদ্দ দিন রেখে, আরও সতর্কতার সঙ্গে নোটিসের খসড়াটি তৈরি করে ফের জমা দেবেন তাঁরা।

Advertisement

এ বারের নোটিসটি তৈরি করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। নামের বানান ভুল এবং অন্যান্য ত্রুটিবিচ্যুতিগুলি জয়রাম রমেশদের ভাল করে দেখে নেওয়া উচিত ছিল বলেই ঘরোয়া ভাবে জানাচ্ছে তৃণমূল। অবশ্য প্রকাশ্যে বিষয়টি নিয়ে জোটের ঐক্যকে ভাঙতে চাইছে না তারা। তবে এর মধ্যে কংগ্রেসের জয়রাম রমেশ এবং তিরুচি শিবা চেয়ারম্যানের ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন বলে সূত্রের খবর। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেলকে বারবার চেয়ারম্যানের পক্ষ থেকে ডাকা সত্ত্বেও তাঁকে পাঠানো হয়নি বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement