Pulwama Attack

পুলওয়ামা কাণ্ডে ধৃতের জামিনে প্রশ্ন

প্রমাণ জোগাড়ে ব্যর্থ হওয়ায় নির্ধারিত ১৮০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি এনআইএ।

Advertisement
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০৯:২১
Share:

পুলওয়ামা হামলার পর। —ফাইল চিত্র

দিল্লির সংঘর্ষ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন বিরোধীদের তোপের মুখে। এর মধ্যে পুলওয়ামা-হত্যাকাণ্ডে ধৃতের জামিন পাওয়া নিয়েও তাঁর দিকে আঙুল তুললেন কংগ্রেসের রণদীপ সুরজেওয়ালা। ওই হামলায় জড়িত জঙ্গিদের থাকা ও যাতায়াতের বন্দোবস্ত করার অভিযোগে ধরা হয়েছিল ইউসুফ চোপানকে। কিন্তু প্রমাণ জোগাড়ে ব্যর্থ হওয়ায় নির্ধারিত ১৮০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি এনআইএ। দিল্লির এক আদালত তাই গত ১৮ ফেব্রুয়ারি জামিনে মুক্তি দিয়েছে ইউসুফকে। টুইটারে সুরজেওয়ালার প্রশ্ন, ‘‘এর জন্য কি শাহকে বরখাস্ত করা ও এনআইএ-র বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত নয়? নীরবতা ভেঙে মোদীজি কি শহিদদের পরিবারগুলিকে জবাব দেবেন?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement