এই গাড়িতেই পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ছবি: সংগৃহীত।
টোল না-মিটিয়েই গাড়ি ছুটিয়েছিলেন চালক। সেই রাগে ওই গাড়িতে ঢিল ছুড়লেন টোল প্লাজ়ার কর্মীরাই। পাথরের ঘায়ে গুরুতর আহত হন চালক। তার পরেই উল্টে যায় গাড়িটি। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২২ বছরের এক যুবকের। গুরুতর আহত দু’জন। রাজস্থানের বারমেঢ় জেলার এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নতুন বছর উদ্যাপন করতে সাত বন্ধু গাড়ি নিয়ে জয়সলমেরের উদ্দেশে যাচ্ছিলেন। রাস্তায় শিব টোল প্লাজ়ায় টোল দিতে রাজি হননি তাঁরা। দ্রুত গতিতে গাড়ি ছোটান চালক। টোল প্লাজ়ার কর্মীরা সামনে মোতায়েন থাকা কর্মীদের খবর দেন। গাড়ির নম্বর মিলিয়ে সেটিতে পাথর ছুড়তে থাকেন ওই কর্মীরা। পাথরের ঘায়ে আহত হন চালক। তার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দ্রুত গতিতে ছুটে চলা গাড়িটি।
গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে কৈলাস নামের ২২ বছরের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। বছর কুড়ির দুই যুবক মুকেশ এবং ওমপ্রকাশ গুরুতর আহত হন। ওমপ্রকাশকে ভর্তি করানো হয় বারমেঢ় মেডিক্যাল কলেজে। আর আঘাত গুরুতর হওয়ায় মুকেশকে নিয়ে যাওয়া হয় অন্য একটি হাসপাতালে।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক বলেন, “টোল না দেওয়ায় একটি গাড়িতে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছি আমরা।” এই ঘটনায় যুক্ত টোল প্লাজার কর্মীদের যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে নিহত যুবকের পরিবার।