Rahul Gandhi

‘একনায়ক’ মোদীকে ফের বিঁধলেন রাহুল

অর্থনীতি, লকডাউন-সহ নানা বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন রাহুল। এ দিন প্রাক্তন মার্কিন দূতের সঙ্গে রাহুলের আলাপচারিতায় করোনা, লকডাউন, বৈষম্যের মতো বিষয় উঠে এসেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২০ ০৫:১৪
Share:

নিকোলাস বার্নসের সঙ্গে আলাপচারিতায় রাহুল গাঁধী (বাঁ দিকে)। ছবি: টুইটারের ভিডিয়ো থেকে সংগৃহীত।

নাম না-করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের বিঁধলেন রাহুল গাঁধী। আর নাম করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুলোধোনা করলেন প্রাক্তন মার্কিন দূত নিকোলাস বার্নস।

Advertisement

করোনার বিরুদ্ধে যুদ্ধ এবং আমেরিকার চলতি অস্থির পরিস্থিতি নিয়ে আজ রাহুল এবং বার্নসের কথোপকথনে প্রায় একই ভাবে উঠে এল মোদী এবং মার্কিন প্রেসিডেন্টের ‘একনায়কত্বের’ প্রসঙ্গ।

এর আগে অর্থনীতি, লকডাউন-সহ নানা বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন রাহুল। এ দিন প্রাক্তন মার্কিন দূতের সঙ্গে রাহুলের আলাপচারিতায় করোনা, লকডাউন, বৈষম্যের মতো বিষয় উঠে এসেছে। মোদীর নাম না-নিলেও তাঁকে বিঁধেই রাহুল বলেন, “আমাদের দেশের সরকার একক ভাবেই সব সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত নিল কড়া লকডাউনের। তার ফলাফল কী হয়েছে, সবাই দেখছেন। হাজার হাজার পরিযায়ী শ্রমিক হাজার কিলোমিটারের বেশি হাঁটলেন ঘরে ফেরার জন্য। এই ধরনের নেতৃত্ব খুবই ক্ষতিকর।’’ বার্নসকে তিনি বলেন, “আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। আমরা আশাবাদী, কারণ, আমি আমার দেশের ডিএনএ-কে বুঝি।’’ আলোচনায় স্বভাবতই উঠেছে আমেরিকার বর্ণবৈষম্য প্রসঙ্গটি। রাহুল বলেন, “এই বৈষম্য ভারতকেও প্রবল ভাবে দুর্বল করছে। কিন্তু যারা এই বিভাজন ঘটাচ্ছে, তারা এমন ভাবে বিষয়টিকে দেখাচ্ছে, যেন এটাই দেশের শক্তি।’’ প্রাক্তন মার্কিন দূতকে রাহুল বলেন, “আপনাদের দেশে আফ্রিকান, আমেরিকান, মেক্সিকান এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে বিভাজন ঘটানো হচ্ছে। আর ভারতে হিন্দু, মুসলমান, শিখদের মধ্যে বিভেদ করা হচ্ছে। এ ভাবে আসলে দেশের কাঠামো দুর্বল হচ্ছে। যারা দেশের কাঠামোকে দুর্বল করছে, তারাই নিজেদের জাতীয়তাবাদী বলছে।’’

Advertisement

আরও পড়ুন: মহাকালীর উৎসে ঘনাচ্ছে বিবাদ, খুব সতর্ক পা ফেলতে হবে ভারতকে

আরও পড়ুন: করোনা বাড়ছে পশ্চিমবঙ্গ-সহ গোটা পূর্ব-ভারতে

রাহুলের মতো বার্নসও চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেছেন ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্টও যে ‘একনায়ক’ এবং আন্তর্জাতিক সহযোগিতার বদলে একলা চলতেই পছন্দ করেন, তা-ও বলেছেন প্রাক্তন মার্কিন দূত। চিন ও রাশিয়াকে একই বন্ধনীতে রেখে কড়া সমালোচনা করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement