Digvijaya Singh

Madhya Pradesh: দিগ্বিজয়ের বিরুদ্ধে পুলিশের কলার ধরে হেনস্থার অভিযোগ, মধ্যপ্রদেশে পুলিশ-কং খণ্ডযুদ্ধ

মধ্যপ্রদেশে জেলার পঞ্চায়েত কার্যালয়গুলিতে সভাপতি নির্বাচন নিয়ে কংগ্রেস বিজেপি রাজনৈতিক চাপানউতর চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১২:০৭
Share:

দিগ্বিজয় সিংহ।

পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়লেন, প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ এবং মধ্যপ্রদেশের দুই কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদ এবং পিসি শর্মা। পুলিশকে ‘নিগ্রহ’ করার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।

Advertisement

স্থানীয় জেলা কংগ্রেসের নেতৃত্বে শুক্রবার ভোপালের জেলা পঞ্চায়েত অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই মোতাবেক কংগ্রেস নেতারা মিছিল করে পঞ্চায়েত অফিসের দিকে যাচ্ছিলেন। পুলিশ তাঁদের পঞ্চায়েত অফিসে ঢুকতে বাধা দেয়। পুলিশের সঙ্গে কংগ্রেস নেতাদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

সংবাদসংস্থার একটি ভিডিয়োতে দেখা যায়, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহ এক পুলিশ আধিকারিকের সঙ্গে ধস্তাধস্তির সময় তাঁর কলার চেপে ধরছেন। পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভরত কংগ্রেস কর্মীরা রাজ্যের মন্ত্রী ভূপেন্দ্র সিংহের গাড়ি আটকে দেন। দিগ্বিজয় ও অন্য কংগ্রেস নেতারা মন্ত্রীর গাড়ি আটকে দাঁড়িয়ে পড়েন। স্বভাবতই রাজ্যের শাসকদল বিজেপি এই ঘটনায় কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছে। কংগ্রেসের পাল্টা অভিযোগ, রাজ্যের শাসকদল বিজেপি পুলিশ-প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।

Advertisement

প্রসঙ্গত, জেলার পঞ্চায়েত কার্যালয়গুলির সভাপতি নির্বাচন চলছে মধ্যপ্রদেশে। এই নির্বাচনে কংগ্রেস বিজেপি উভয় পক্ষই জল মেপে নিতে চাইছে।

আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement