Mumbai Rain

বর্ষায় জলে ডুবে মুম্বই, দেখতে না পেয়ে ম্যানহোলে পড়লেন ২ মহিলা, ভিডিয়ো ভাইরাল

ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হতেই মুম্বইয়ে পুরপ্রশাসন বিএমসি-র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলতে শুরু করেছেন নেটাগরিকরা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১০ জুন ২০২১ ১৯:৫৮
Share:

ম্যানহোলে পড়ে যাচ্ছেন দুই মহিলা।

উন্মুক্ত ছিল ম্যানহোল। রাস্তায় জল জমে থাকায় বুঝতে না পেরে পড়ে গেলেন এক মহিলা। ওই ঘটনার বড়জোর এক মিনিটের মধ্যে আরেকজন মহিলাও পড়লেন সেই ম্যানহোলে। ভারী বর্ষায় বিপর্যস্ত মুম্বইয়ের ভানদুপ এলাকার এই ঘটনা এখন ভাইরাল নেটমাধ্যমে।

Advertisement

ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হতেই মুম্বইয়ে পুরপ্রশাসন বিএমসি-র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলতে শুরু করেছেন নেটাগরিকরা। প্রত্যেক বছরই বর্ষার আগে শহরের ম্যানহোলগুলো ঢেকে ফেলা হয়। সেই কাজই সঠিক ভাবে করা হয়নি বলে অভিযোগ তুলছেন তাঁরা। বিএমসি-র তরফে বিবৃতি বলা হয়েছে, ‘গতকালের ভারী বর্ষার পর কর্পোরেশনের তরফে থেকে ফের ম্যানহোল এবং রাস্তাঘাটের মেরামতির কাজ শুরু হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দফতরকেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement