Accident

দিল্লি-জয়পুর হাইওয়েতে দুর্ঘটনা, গাড়ি, পিকআপ ভ্যানে ধাক্কা ট্যাঙ্কারের, মৃত্যু চার জনের

শুক্রবার রাতে গুরুগ্রামের সিধরাওয়ালি গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকেই পলাতক তেলের ট্যাঙ্কারের চালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ০৯:৪৬
Share:
photo of car accident

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। ছবি: টুইটার।

দিল্লি-জয়পুর হাইওয়েতে দুর্ঘটনা। গাড়ি এবং পিকআপ ভ্যানে ধাক্কা তেলের ট্যাঙ্কারের। দুর্ঘটনায় কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে গুরুগ্রামের সিধরাওয়ালি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জয়পুরের দিক থেকে আসছিল তেলের ট্যাঙ্কারটি। ডিভাইডার ভেঙে গাড়িতে ধাক্কা মারে ট্যাঙ্কার। ওই গাড়িতে সিএনজি সিলিন্ডার রাখা ছিল। তার জেরে দুর্ঘটনার অভিঘাতে গাড়িটিতে আগুন লেগে যায়। গাড়িতে থাকা তিন জনের মৃত্যু হয়েছে।

গাড়িটিতে ধাক্কা মারার পর পিকআপ ভ্যানেও ধাক্কা মারে ট্যাঙ্কারটি। দুর্ঘটনার জেরে পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকেই পলাতক তেলের ট্যাঙ্কারের চালক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement