Delhi

‘এখানে তেল বৃষ্টি হচ্ছে’, দিল্লিতে দমকলের কাছে একের পর এক ফোন

একটি দুটি নয়, এমন প্রায় ৪০টি কল পেয়েছেন তাঁরা। দিল্লি শহরের প্রায় সব অংশ থেকে এই কলগুলি এসেছে।

Advertisement

সংবাদসংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১৭:৪৫
Share:

বৃষ্টিভেজা দিল্লি। ছবি: পিটিআই

একেই দিল্লিতে দূষণের মাত্রা নিয়ে চিন্তায় রয়েছে প্রশাসন, তার মধ্যে আবার তেল বৃষ্টি? দিল্লির আবহাওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য। শেষ দু-একদিন ধরে দিল্লিতে বেশ কযেকবার ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হয়েছে। কিন্তু সেই বৃষ্টির পরই নাকি এমন পিচ্ছিল হয়েছে রাস্তা যে গাড়ি চালানো দায় হয়ে উঠেছে। পিছলে যাচ্ছে গাড়ির চাকা। আর সেই কারণেই দিল্লির দমকলকর্মীরা বলছেন, বৃষ্টির পর থেকে এমন অনেক ফোন কল পেয়েছেন তাঁরা, যেখানে সাধারণ মানুষ দাবি করেছেন, তেল বৃষ্টি হচ্ছে এলাকায়।

Advertisement

আরও পড়ুন: করোনা টিকার তথ্য হাতাতে সাইবার হানা, জানাল মাইক্রোসফ্‌ট

একটি দুটি নয়, এমন প্রায় ৪০টি কল পেয়েছেন তাঁরা। দিল্লি শহরের প্রায় সব অংশ থেকে এই কলগুলি এসেছে। বাধ্য হয়ে পুরো ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছে দমকল। বেশ কয়েকটি রাস্তা বন্ধ এবং কোনও কোনও অংশে যান নিয়ন্ত্রণ করা হয়েছে। দক্ষিণ দিল্লির জামিয়া নগর এলাকার হোলি হাসপাতালের উল্টোদিকের রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই রাস্তাতেই অনেক মোটর বাইক চালকের চাকা স্লিপ কেটেছে। ফ্রেন্ডস কলোনি এলাকায় দমকল কর্মীদের কাজ করতেও দেখা গিয়েছে। তাঁরা রাস্তা ধুয়ে গাড়ি চলাচলের যোগ্য করে তুলছিলেন।

Advertisement

আরও পড়ুন:ভাবী ভাইস প্রেসিডেন্ট কেন অন্তরালে, জল্পনা আমেরিকার রাজনৈতিক মহলে

দমকলের পক্ষ থেকেও জানানো হয়েছে, একথা সত্যি যে রাস্তায় বেশ কযেকটি মোটর বাইক পড়ে যাওয়ার খবর এসেছে। রাস্তায় কোনও পিচ্ছিল পদার্থ পড়ে থাকাতেই এই কাণ্ড বলে মনে করছে দমকল। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে রবিবার থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতে ঢেকে আছে রাজধানী শহর। এ বারে শীত পড়ার সঙ্গে সঙ্গে দূষণের মাত্রাও বাড়ছে হু-হু করে। দিল্লির দূষণের সঙ্গে এই তেল বৃষ্টিপাতের কোনও যোগাযোগ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে দমকলের পক্ষ থেকে বলা হয়েছে, মনে হচ্ছে দূষণকণার অত্যাধিক মাত্রায় উপস্থিতির কারণে এ ভাবে রাস্তা পিচ্ছিল হয়ে পড়লেও পড়তে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement