Rice ATM

রেশনের লাইনে দাঁড়ানোর দিন শেষ? ওড়িশায় চালু হল দেশের প্রথম শস্য এটিএম, কী ভাবে কাজ করবে?

ওড়িশার খাদ্য সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ৩০টি জেলায় এই এটিএম বসানো হবে। এক দেশ এক রেশন কার্ড প্রকল্প অনুযায়ী অন্য রাজ্যেও এই এটিএম বসানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ১৩:২৩
Share:

রাইস এটিএম। ছবি: সংগৃহীত।

দেশের প্রথম শস্য এটিএম চালু হল ওড়িশায়। আপাতত ভুবনেশ্বরের মঞ্চেশ্বরে বসানো হয়েছে এই এটিএম। বৃহস্পতিবার রাজ্যের খাদ্য সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী ক্রুশনাচন্দ্র পাত্র সেই এটিএমের উদ্বোধন করেন। গত ২০ জুন মন্ত্রী ঘোষণা করেছিলেন এক সপ্তাহের মধ্যে শস্য এটিএম বসানো হবে। সেই সঙ্গে জানানো হয়, এই এটিএম থেকে রেশন পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্ডও দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার শস্য এটিএমের উদ্বোধন করেন মন্ত্রী।

Advertisement

তিনি জানিয়েছেন, সমস্ত জেলা সদরে এই এটিএম বসানো হবে। মন্ত্রীর কথায়, “বর্তমানে ৫০ লাখেরও বেশি ভুয়ো রেশন কার্ড রয়েছে। সেই সব কার্ডহোল্ডারকে চিহ্নিত করে গ্রাহকতালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। নতুন গ্রাহকদের নাম অন্তর্ভুক্ত করার কাজও চলবে পাশাপাশি। এই কাজ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।” মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ৩০টি জেলায় ধীরে ধীরে এই এটিএম বসানো হবে। এক দেশ এক রেশন কার্ড প্রকল্প অনুযায়ী তার পর অন্য রাজ্যেও এই এটিএম বসানো হবে।

কী ভাবে কাজ করবে এই এটিএম?

Advertisement

ওড়িশা খাদ্য দফতর সূত্রে খবর, পাবলিক ডিসট্রিবিউশন সিস্টেমকে (পিডিএস) আরও প্রসারিত করার লক্ষ্যে এই ধরনের এটিএম চালু করা হয়েছে। এই এটিএমে একটি টাচস্ক্রিন থাকবে। সেখানে রেশন কার্ড নম্বর বসাতে হবে। রেশন কার্ডের নম্বর বসাতেই বায়োমেট্রিক অথেন্টিকেশন চাইবে। তখন নিজের আঙুল ওই জায়গায় দিতে হবে। বায়োমেট্রিক অথেন্টিকেশন হওয়ার পর পরিমাণ মতো চাল বেরিয়ে আসবে ওই এটিএম থেকে। গ্রাহকেরা ২৫ কেজি পর্যন্ত চাল পাবেন এই এটিএম থেকে।

নতুন এই স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে রেশন দোকানের দীর্ঘ লাইনের ছবিটাও বদলাবে মনে করছেন অনেকে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রেশন তোলার পরিবর্তে এই ধরনের এটিএম থেকে রেশন তোলা অনেক সহজ হবে। সময়ও বাঁচবে। শুধু তা-ই নয়, রেশন ডিলারদের বিরুদ্ধে মাঝেমধ্যেই যে দুর্নীতির অভিযোগ ওঠে, সেই দুর্নীতিও ঠেকানো যাবে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement