রাফাল নিয়ে নয়া তোপ রাহুল গাঁধীর। ছবি: পিটিআই
সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে রাফাল অস্ত্রে আরও শান দিলেন রাহুল গাঁধী। শীর্ষ আদালতের রায়ের পরই রাহুলের হুঙ্কার, ‘প্রধানমন্ত্রী মোদীকে কেউ বাঁচাতে পারবে না।’’ সঙ্গে পুরনো অভিযোগ ফের সামনে এনে এদিন রাহুল বলেন, রাফাল নিয়ে তদন্ত শুরু করেছিলেনবলেই অলোক বর্মাকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছিল।’’
মঙ্গলবারই অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর নির্দেশিকা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তার পরই পুরনো অভিযোগ নিয়ে নতুন করে ময়দানে নেমেপড়েছেন কংগ্রেস সভাপতি। রাহুল এ দিন বলেন, ‘‘রাফাল চুক্তি নিয়ে তদন্ত শুরু করেছিলেন অলোক বর্মা। সেই কারণেই তাঁকে রাত একটার সময় ছুটিতে পাঠিয়ে দিয়েছিল মোদী সরকার।’’ একই সঙ্গে রাহুলের সংযোজন, ‘‘অলোক বর্মাকে পদে পুনর্বহালের নির্দেশে অবশেষে বিচার মিলেছে।’’
এর পরই রাহুলের তোপ, ‘‘রাফাল চুক্তি থেকে প্রধানমন্ত্রীকে কেউ বাঁচাতে পারবে না। এটা সুস্পষ্ট যে, অনীল অম্বানীর সংস্থাকে ৩০ হাজার কোটি টাকা পাইয়ে দিতে সাহায্য করেছেন প্রধানমন্ত্রী। তার যথেষ্ট প্রমাণ রয়েছে এবং এর মধ্যে যে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই, দেশবাসী সেটা জেনে যাবে।’’
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল কেন্দ্র, অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর নির্দেশ খারিজ
অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর পর থেকেই কংগ্রেস অভিযোগ করে আসছিল, রাফাল চুক্তি নিয়ে তদন্ত শুরু করেছিলেন বলেই তাঁকে মধ্যরাতে সরিয়ে দেওয়া হয়েছিল। পাঠিয়ে দেওয়া হয়েছিল ছুটিতে। তার পর সংসদে বিতর্ক হয়েছে। তাতে কংগ্রেস হাতে নতুন তথ্য হাতে পায়, বরাত সরবরাহ করেও টাকা পায়নি হ্যাল। ফলে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা কর্মীদের বেতন দিতে পারছে না বলে সরব হন রাহুল। অন্য দিকে, একটিও যুদ্ধবিমান সরবরাহ না করেই ২০ হাজার কোটি টাকা পেয়ে গিয়েছে দাসোঁ। এ নিয়ে নির্মলা সীতরামনের সঙ্গে সংসদে এবং সংসদের বাইরেও বাগযুদ্ধ জারি ছিল রাহুলের।
আরও পড়ুন: নাগরিকদের লাঠিপেটা করে তাড়াচ্ছেন ‘মোদী’! মুখোশ পরে ‘নাটকীয়’ প্রতিবাদ তৃণমূলের
এর পাশাপাশি ১২৬টির বদলে কেন ৩৬টি রাফালের চুক্তি হল, তাতে বায়ুসেনা রাজি ছিল কিনা, অনীল অম্বানীর সংস্থাকে অফসেট পার্টনার করার জন্য মোদী সরকারের চাপ ছিল কিনা, এসব প্রশ্ন তো ছিলই। তার মধ্যেই সুপ্রিম কোর্টের রায়ে কংগ্রেস নয়া অস্ত্র হাতে পেল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)