হাগ্রামা মহিলারি।
বড়োল্যান্ড স্বশাসিত পরিষদের নির্বাচনে হাগ্রামা মহিলারির বিরুদ্ধে লড়তে নামছেন কোকরাঝাড়ের দু’বারের সাংসদ তথা প্রাক্তন আলফা কম্যান্ডার হীরা ওরফে নব শরনিয়া।
অ-বড়ো শরনিয়ার গণ সুরক্ষা পার্টি ও জনগোষ্ঠীয় ঐক্য মঞ্চ নব শরনিয়ার নাম ঘোষণা করে জানায়, বড়োভূমির ৪০টি আসনেই অ-বড়ো প্রার্থী দেওয়া হবে। ১৮টি আসনে তারা প্রার্থী চূড়ান্ত করেছে। অর্থাৎ তৃতীয় বড়ো চুক্তির পরে যখন বড়ো এলাকা সম্প্রসারণের তোড়জোড় চলছে তখনই বিটিসি নির্বাচনে বড়োদের চ্যালেঞ্জ ছুড়ল অবড়োরা। বড়ো ভোট হাগ্রামার বিপিএফ এবং প্রাক্তন আবসু সভাপতি প্রমোদ বড়োর ইউপিপিএলের মধ্যে ভাগ হতে যাচ্ছে, তখন অ-বড়োরা আসরে নেমেছে। এর আগে বিপিএফের ১২ বিধায়ক থাকা সত্ত্বেও অবিভক্ত অ-বড়ো ভোটে জিতে দু’দফায় কোকরাঝাড়ের সাংসদ হয়েছেন নব শরনিয়া। এ বারেও সেই অঙ্কে ভরসা রেখেই বিটিসি প্রধান হওয়ার লক্ষ্যে মাঠে নেমেছেন তিনি। নব জানান, তাঁরা ২০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখছেন।
এই টানাপড়েনেও কংগ্রেসের হাতে শক্তি নেই। তাদের এক মুখপাত্র বলেন, “বড়ো আঞ্চলিক পরিষদের প্রধান যদি কোনও অবড়ো হন, তবে তা অশান্তির কারণ হবে।’’