Ladakh

বাইকে চেপে লাদাখে গিয়েছিলেন যুবক, একক সফরের মাঝেই অসুস্থ হয়ে মৃত্যু

২২ অগস্ট লাদাখের উদ্দেশে বাইকে চেপে রওনা হয়েছিলেন তিনি। ২৬ অগস্ট বাবাকে জানিয়েছিলেন, মাথায় যন্ত্রণা রয়েছে তাঁর। এক মাত্র সন্তানকে বিশ্রাম করার পরামর্শ দিয়েছিলেন বাবা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাইকে চেপে একা একা লাদাখের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন যুবক। স্বপ্নের সফরের মাঝেই মৃত্যু হল যুবকের। পুলিশের রিপোর্ট বলছে, অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে নয়ডার ২৭ বছরের যুবকের।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চিরাগ শর্মা। একটি ডিজিটাল মার্কেটিং সংস্থায় উচ্চপদে কাজ করেন তিনি। ২২ অগস্ট লাদাখের উদ্দেশে বাইকে চেপে রওনা হয়েছিলেন তিনি। ২৬ অগস্ট বাবাকে জানিয়েছিলেন, মাথায় যন্ত্রণা রয়েছে তাঁর। এক মাত্র সন্তানকে বিশ্রাম করার পরামর্শ দিয়েছিলেন বাবা। কয়েক ঘণ্টা পর চিরাগ জানিয়েছিলেন, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাঁর। এর পরেই হোটেলের ম্যানেজারকে ফোন করেন তিনি। ছেলেকে হাসপাতালে ভর্তি করাতে বলেন।

২৯ অগস্ট হাসপাতালে চিকিৎসার সময় মৃত্যু হয় চিরাগের। তার কয়েক ঘণ্টা পর লেহ্‌তে পৌঁছন চিরাগের বাবা, মা। তাঁরা আদতে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরের বাসিন্দা। সেখানে দু’জনেই শিক্ষকতা করেন।

Advertisement

সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উচ্চতায় রয়েছে লেহ্‌। উচ্চতার কারণে সেখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ কম। বায়ুর চাপও কম। সে কারণে সেখানে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। মাথাযন্ত্রণা, বমি, বমিভাব, নিঃশ্বাসের কষ্ট হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement