পতাকা উত্তোলন করছেন কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধী। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে। ছবি: প্রেম সিংহ।
ভারতে ধর্মান্ধতা ও গোঁড়ামির কোনও জায়গা নেই বলে মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধী।
দেশের ৭৩তম স্বাধীনতা দিবসে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করে সনিয়া বলেন, ‘‘যে কোনও অন্যায়, বৈষম্য ও অসহিষ্ণুতা দেখলেই আমাদের তার প্রতিবাদ করতে হবে। এটাই স্বাধীনতার আসল তাৎপর্য।’’ তাঁর কথায়, ‘‘৭৩ বছর বয়সি গণতান্ত্রিক ভারতে কুসংস্কার, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িক ভেদাভেদের কোনও জায়গা নেই। অথচ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। একটা জাতি হিসেবে যে কোনও ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের সরব হতে হবে।’’
আজ টুইট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীও। মোহনদাস কর্মচন্দ গাঁধীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘‘সত্য ও অহিংসার পথে হাঁটলেই আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারব।’’
আজ দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, রাহুল গাঁধী, গুলাম নবি আজাদ-সহ বহু কংগ্রেস নেতা। সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছাও জানান সনিয়া। মনমোহন ও সনিয়া অনুষ্ঠানে উপস্থিত বাচ্চাদের মিষ্টি দেন।