এনআরসি নয় বিহারে: জেডিইউ

অসমের তালিকা প্রকাশের পরে বিজেপির রাজ্যসভা সাংসদ রাকেশ সিংহ টুইট করেন, বিহারেও এনআরসি হোক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩৩
Share:

ছবি: পিটিআই।

অসমে এনআরসি প্রকাশিত হতেই পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, দিল্লিতে তা করার দাবি তুলেছেন বিজেপি নেতারা। কিন্তু বিহারে বিজেপি সেই দাবি তুলতেই তীব্র আপত্তি জানাল শরিক জেডিইউ। এনআরসি প্রশ্নে দলের অবস্থান যে ভিন্ন তা স্পষ্ট করল নীতীশ কুমারের দল। মূলত সংখ্যালঘু ভোটের কথা ভেবেই জেডিইউ নেতৃত্ব ওই অবস্থান নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

অসমের তালিকা প্রকাশের পরে বিজেপির রাজ্যসভা সাংসদ রাকেশ সিংহ টুইট করেন, বিহারেও এনআরসি হোক। উত্তর বিহারের কাটিহার, পূর্ণিয়া, কিসানগঞ্জের মতো পশ্চিমবঙ্গ ঘেঁষা জেলাগুলিতে বাংলাদেশিরা বসবাস শুরু করেছে। জেডিইউয়ের কে সি ত্যাগী এতে বলেন, ‘‘বিহারে এনআরসির কোনও প্রশ্নই নেই। অসমে এনআরসি তালিকা ত্রুটিপূর্ণ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement