রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।
পাত্র থেকে জল খেতে গিয়ে শিক্ষকের হাতে প্রহৃত হয়ে মৃত্যু হয়েছে নয় বছরের দলিত পড়ুয়ার। রাজস্থানের জালোর জেলার এই ঘটনা সামনে আসার পরেই সমালোচনায় মুখর হয়েছেন সমাজের নানা শ্রেণির মানুষ। ঘরে বাইরে চাপের মুখে পড়েছে রাজস্থানের গহলৌত সরকারও। সেই চাপ আরও বাড়িয়ে এ বার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন এক কংগ্রেস সদস্য। পদত্যাগী বিধায়কের নাম পানাচাঁদ মেঘাওয়াল। দলিতদের উপর অত্যাচারের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেলেও, একজন জনপ্রতিনিধি হিসাবে তিনি কিছুই করতে পারেননি বলে আক্ষেপ করেছেন মেঘাওয়াল।
মুখ্যমন্ত্রীকে লেখা পদত্যাগপত্রে মেঘাওয়াল লেখেন, “আমি যখন আমার সম্প্রদায়কে রক্ষা করতে ব্যর্থই হচ্ছি, তখন আমার এই পদে থাকার কোনও অধিকার নেই।” নিজের ‘অন্তরাত্মার ডাকে’-ই তিনি যে এমন সিদ্ধান্ত নিয়েছেন তা-ও জানিয়েছেন তিনি। বিধায়ক হিসাবে নয়, সাধারণ মানুষ হিসাবেই তিনি দলিতদের পাশে দাঁড়াতে চান বলে দাবি করেছেন মেঘাওয়াল।
কংগ্রেসের মুখপাত্র আরসি চৌধুরী জানান, রাজ্যে দলিতদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে কারণ রাজ্যের কংগ্রেস সরকার এই ধরনের প্রতিটি অভিযোগকে নথিভুক্ত করছে এবং গুরুত্বের সঙ্গে বিষয়টিকে দেখছে। মুখ্যমন্ত্রী গহলৌত যে দলিত পড়ুয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এবং অভিযুক্ত শিক্ষক যে গ্রেফতার হয়েছেন, তারও উল্লেখ করেছেন কংগ্রেস মুখপাত্র। বিজেপি অবশ্য কংগ্রেস বিধায়কের পদত্যাগ নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি। তাদের বক্তব্য, কংগ্রেসের নিজের ঘর থেকেই যখন সমালোচনার স্বর উঠে আসছে, তখন তাদের বোঝা উচিত যে, তারা সরকার চালাতে ব্যর্থ হয়েছে।