শ্রীনগর। ছবি: পিটিআই।
কয়েক দশকের মধ্যে এই প্রথম বড়দিন ও নববর্ষের মরসুমে কার্যত খালি রইল কাশ্মীর উপত্যকা, বিশেষত স্কি রিসর্ট গুলমার্গ। এ দিনই মুম্বইয়ে এক অনুষ্ঠানে বলিউডকে ফের কাশ্মীরে শুটিং করার কথা ভেবে দেখতে বলেছেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল জি সি মুর্মুর উপদেষ্টা ফারুক খান। কিন্তু পর্যটন ব্যবসায়ীদের মতে, ইন্টারনেট চালু না হলে কেউই কাশ্মীর আসার আগ্রহ দেখাবেন না।
গত কাল রাত ছিল শ্রীনগরে চলতি মরসুমের শীতলতম রাত। তাপমাত্রা ছিল শূন্যের নীচে চার ডিগ্রি সেলসিয়াস। এ দিনও কাশ্মীর ও লাদাখে তাপমাত্রা ছিল শূন্যের বেশ কয়েক ডিগ্রি নীচে। লাদাখের দ্রাসে গত কাল রাতে তাপমাত্রা ছিল শূন্যের নীচে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ তা দাঁড়িয়েছে শূন্যের নীচে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াসে।
কিন্তু এমন পরিস্থিতিতেও গুলমার্গ-সহ বিভিন্ন এলাকার হোটেল প্রায় শূন্য। ভ্রমণ ব্যবসায়ীদের মতে, ইন্টারনেট বন্ধ থাকার ফলেই এখনও ধাক্কা খাচ্ছে উপত্যকার পর্যটন। ভ্রমণ ব্যবসায়ী সংগঠনের নেতা ফারুক আহমেদ কুথুর বক্তব্য, ‘‘ইন্টারনেটই হল ভ্রমণ ব্যবসায়ীদের যোগাযোগ রক্ষার মূল উপায়। সেটাই এখনও বন্ধ। আমরা ই-মেল দেখতে পারছি না। ফলে পর্যটকেরা অন্যত্র বুকিং করছেন।’’ কুথু জানিয়েছেন, বছরের এই সময়ে গুলমার্গের হোটেলগুলি পুরো ভর্তি থাকে। এখন সেগুলি বড়জোর ১০-১৫% ভর্তি। প্রতিদিনের হোটেল চালানোর খরচও উঠছে না।