No Helmet No Fuel

হেলমেট না পরলে পেট্রল দেওয়া হবে না! বাইকচালকদের জন্য নির্দেশিকা জারি উত্তরপ্রদেশে

শুধু চালকই নন, বাইকের পিছনের আসনে বসা আরোহীর মাথায় হেলমেট না থাকলেও জ্বালানি দেওয়া হবে না, নির্দেশিকায় এ কথাও বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪
Share:

হেলমেট না পরলে পেট্রল দেওয়া হবে না। বাইকচালকদের জন্য নয়া নির্দেশ উত্তরপ্রদেশে। প্রতিনিধিত্বমূলক ছবি।

‘নো হেলমেট, নো ফুয়েল’! অর্থাৎ বাইকে জ্বালানি ভরানোর জন্য চালককে হেলমেট পরতেই হবে। হেলমেট না থাকলে জ্বালানি দেওয়া হবে না। রাজ্যের সমস্ত পেট্রল পাম্পকে নির্দেশ দিল উত্তরপ্রদেশ সরকার। শুধু চালকই নন, বাইকের পিছনের আসনে বসা আরোহীর মাথায় হেলমেট না থাকলেও জ্বালানি দেওয়া হবে না।

Advertisement

রাজ্যের পরিবহণ মন্ত্রী ব্রজেশ নারাইন এই নির্দেশ জারি করেছেন। সমস্ত জেলাশাসকের কাছে এই মর্মে চিঠি পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা যেন নিজ নিজ জেলার সমস্ত পেট্রল পাম্পকে এ বিষয়ে সতর্ক করেন। রাজ্য প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনার প্রবণতা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় বাইকচালক এবং আরোহী হেলমেট পরেননি। ফলে দুর্ঘটনার শিকার হলে মৃত্যু হচ্ছে তাঁদের। অনেক ক্ষেত্রে মাথায় গুরুতর চোট লাগছে। তার কারণেও প্রাণ যাচ্ছে। বাইকচালক থেকে আরোহী প্রত্যেকে যাতে রাস্তায় বার হলে হেলমেট পরেন তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নজরদারি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে। ওই আধিকারিক আরও জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই পুলিশের নজর এড়িয়ে পালানোর চেষ্টা করেন হেলমেটহীন চালকেরা। যদি সে ক্ষেত্রে কোনও ভাবে নজর এড়িয়ে পালিয়েও যান, পেট্রল পাম্পে গেলে নিস্তার মিলবে না। কারণ, হেলমেট না থাকলে জ্বালানি দেওয়া হবে না।

Advertisement

এই নিয়ম চালু করার পাশাপাশি সচেতনতামূলক প্রচারও চালানো হচ্ছে। দেওয়া হচ্ছে বিজ্ঞাপনও। পাম্প কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাঁরা হেলমেট না পরে জ্বালানি ভরাতে আসছেন, তাঁদের সম্পর্কে পুলিশকে তথ্য দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement