কোন কোন ভাষা ২১শের জয়েন্টে, সিদ্ধান্ত হয়নি

আঞ্চলিক ভাষার মধ্যে শুধু গুজরাতি কেন জেইই-র প্রশ্নপত্রে ঠাঁই পাবে, তা নিয়ে সম্প্রতি মাথাচাড়া দিয়েছিল বিতর্ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ০১:৫০
Share:

ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের অনুরোধ এলেও ২০২১ থেকে ইংরেজি ও হিন্দির পাশাপাশি আর কোন কোন আঞ্চলিক ভাষায় সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা (জেইই) দেওয়ার সুযোগ মিলবে, তা চূড়ান্ত হয়নি এখনও।

Advertisement

আঞ্চলিক ভাষার মধ্যে শুধু গুজরাতি কেন জেইই-র প্রশ্নপত্রে ঠাঁই পাবে, তা নিয়ে সম্প্রতি মাথাচাড়া দিয়েছিল বিতর্ক। তার পরেই জল্পনা দানা বাঁধে যে, ২০২১ থেকে বাংলা, কন্নড়, মরাঠি, তামিল, ওড়িয়া সমেত ১১টি ভাষায় ওই সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে। এ নিয়ে প্রশ্ন করা হলে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির কর্ণধার বিনীত জোশী বলেন, ওই পরীক্ষা আয়োজনের দায়িত্ব তাঁদের হলেও, কোন কোন ভাষায় তা নেওয়া হবে, তাঁরা ঠিক করেন না। সেই সিদ্ধান্ত নেবে ‘জেইই অ্যাপেক্স বোর্ড’। ফেব্রুয়ারিতে সেই পর্ষদের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে বলেও জানা তিনি। বিনীতের কথায়, ‘‘পশ্চিমবঙ্গ-সহ কিছু রাজ্যের তরফে বাংলা-সহ কয়েকটি আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়ার আবেদন এসেছে। জেইই অ্যাপেক্স বোর্ডের বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement