West Bengal Weather Update

এক দিনে দু’ডিগ্রি বেড়ে গেল তাপমাত্রা, পৌষ সংক্রান্তির আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা উধাও

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে বেশি। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১০:২০
Share:

কলকাতায় আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী। —ফাইল চিত্র।

পৌষ সংক্রান্তির আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। রবিবারও তাপমাত্রা এক ধাক্কায় দুই ডিগ্রি বেড়ে গিয়েছে কলকাতায়। দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও পারদ চড়েছে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। তার ফলেই তাপমাত্রা বাড়ছে।

Advertisement

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৩ ডিগ্রির বেশি হয়নি। আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দু’দিনে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। তার পরের তিন দিনে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না।

উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে কালিম্পঙে। এ ছাড়া সোমবার পর্যন্ত দার্জিলিঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের পার্বত্য এলাকায় হতে পারে তুষারপাত। অন্যান্য জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকলেও কুয়াশা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কুয়াশার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত। এই সব জেলায় কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রবিবার নেমেছিল ৭.১ ডিগ্রিতে। দার্জিলিঙের চেয়ে পুরুলিয়ার তাপমাত্রা মাত্র এক ডিগ্রি বেশি। কালিম্পঙে রবিবার পারদ ৯.৫ ডিগ্রির নীচে নামেনি। দক্ষিণে পুরুলিয়া ছাড়া কেবল ঝাড়গ্রামের (৯) তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নীচে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement