নীতীশ কুমারের সঙ্গে পুত্র নিশান্ত (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
এ বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। আর বছরের শুরু থেকেই তাই বিহারের রাজনীতি সরগরম। বাবার হয়ে এ বার ভোটের আবেদন করতে দেখা হল জেডিইউ প্রধান নীতীশ কুমারের পুত্র নিশান্তকে। প্রথম বার তিনি বাবা নীতীশের হয়ে ভোটের আবেদন জানালেন বিহারবাসীর কাছে। নিশান্ত বলেন, ‘‘বাবাকে জেতান। তাঁর দলকে জেতান। তাঁকে আবার বিহারের ক্ষমতায় নিয়ে আসুন।’’
গত রবিবার বখতিয়ারপুরে পৈতৃক বাড়িতে গিয়েছিলেন নীতীশ। সঙ্গে ছিলেন পুত্র নিশান্ত। সেখানে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন। বিহার এবং দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান। তার পরই তিনি বলেন, ‘‘এ বছর এই প্রথম সংবাদমাধ্যমের সামনে এলাম। আর তাই তাদের মাধ্যমেই রাজ্যবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে, এ বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। বাবা যাতে আবার ক্ষমতায় আসতে পারেন, তাঁর জন্য আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বাবাকে জেতান, তাঁর দলকে জিতিয়ে আবার বিহারের ক্ষমতায় আনুন। বাবার নেতৃত্বে বিহারে আরও উন্নয়ন হবে। আরও ভাল কাজ হবে।’’
তিনি কি সরাসরি রাজনীতিতে আসছেন? এ প্রসঙ্গে নিশান্তকে প্রশ্ন করা হলে সুকৌশলে তার উত্তর এড়িয়ে যান। ২০২৫ সালে বিহারে বিধানসভা নির্বাচন। এ বছর জেডিইউয়ের নেতৃত্বে বিহারে নির্বাচন লড়তে চলেছে এনডিএ। নীতীশের সঙ্গে পুত্র নিশান্তকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেতেই জল্পনা শুরু হয়, তা হলে কি এ বার রাজনীতিতে পা রাখতে চলেছেন তিনি? যদিও বরাবরই সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। ৪৯ বছরের নিশান্ত অবিবাহিত। পটনা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। স্কুলের গণ্ডি পেরিয়ে রাঁচীর বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং করেছেন।