মুখ্যমন্ত্রী নীতীশ, ডেপুটি তেজস্বী। ফাইল ছবি।
রাজভবনে পৌঁছল আরজেডি প্রধান তেজস্বী যাদবের কনভয়। নীতীশ কুমারের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন লালু-পুত্র।
আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, ‘‘বিহারের রাজনীতি আজ থেকে নতুন পথে যাত্রা শুরু করল। একে শুধু দু’জনের শপথ ভাবলে ভুল হবে।’’
নীতীশ যখন অষ্টম বার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য প্রস্তুত, তখন সদ্য বিচ্ছেদ হওয়া জোটসঙ্গী বিজেপি তীব্র আক্রমণ শানিয়েছে নীতীশের দিকে। সুশীল মোদী বলেন, ‘‘নীতীশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের জনগণকে অপমান করেছেন, যাঁরা এনডিএ-র দিকে তাকিয়ে তাঁকে ভোট দিয়েছিলেন।’’
নীতীশের দাবি, তাঁর সঙ্গে রয়েছে সাত দলের ১৬৪ জন বিধায়কের সমর্থন।
সূত্রের খবর, বুধবার দুপুর ২টোয় রাজভবনে নীতীশ ও তেজস্বী শপথ নেবেন। তেজস্বী নীতীশের ডেপুটি হিসেবে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা পরে শপথ নেবেন।