ফাইল চিত্র।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন তিনি, এমন জল্পনা দু’দিন আগে পর্যন্ত রাজনৈতিক মহলে রীতিমতো চর্চার বিষয় ছিল। সেই জল্পনা জল পেয়েছিল তাঁর দলেরই নেতাদের নানা সময়ে রাখা বক্তব্যে। কিন্তু নিজেই সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) প্রধান নীতীশ কুমার।
সোমবার সংবাদ সংস্থা পিটিআইকে নীতীশ বলেন, ‘‘আমি রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে নেই।’’ আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। সেই পদের লড়াইয়ে কে হবেন শাসক এবং বিরোধী দলের প্রার্থী তা নিয়ে জল্পনা তুঙ্গে। সেই সময় ভেসে আসে বিহারের মুখ্যমন্ত্রীর নামও। তার কারণও ছিল। জেডি(ইউ) নেতাদের কয়েকজন বিভিন্ন সাক্ষাৎকারে নীতীশে নাম উল্লেখ করেন। বিহারে মন্ত্রী শ্রবণ কুমার এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেন,‘‘ নীতীশের যোগ্যতা আছে রাষ্ট্রপতি হওয়ার। তিনি যদি হন, তবে তা বিহারবাসীর কাছে গর্বের বিষয় হবে।’’ দলের অন্দরে শোনা যাচ্ছিল নীতীশ নিজেও এই বিষয়ে আগ্রহী ছিলেন।
কিন্তু গত শনিবারই এক জেডি (ইউ) মন্ত্রী বলেন, ‘‘নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে ২০২৫ সাল পর্যন্ত বিহারবাসীর সেবা করার জন্য জনাদেশ পেয়েছেন।’’ একই দিনে বিহারে আরও এক মন্ত্রী কার্যত একই কথা বলে জানিয়ে দেন রাষ্ট্রপতির দৌড়ে মুখ্যমন্ত্রী নেই। এ বার খোদ নীতীশ নিজেই তা জানিয়ে দিলেন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।