মদ বন্ধের জন্য ঝাড়খণ্ডে আন্দোলন জোরদার করতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কয়েক দিন আগে ধানবাদে এক অনুষ্ঠানে ঝাড়খণ্ডে মদ বন্ধ করতে মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে আর্জি জানিয়েছিলেন নীতীশ। সোমবার রাঁচির মোরাবাদি ময়দানে ঝাড়খণ্ড বিকাশ মোর্চার শীর্ষনেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মরাণ্ডির সভায় নীতীশ বলেন, “ঝাড়খণ্ডের সামাজিক পরিবর্তন থেকে শুরু করে সার্বিক উন্নয়নের জন্য মদ বন্ধ হওয়া দরকার। এর জন্য আপনারা আন্দোলন জোরদার করুন। রঘুবর দাস যদি মদ বন্ধ না করেন, তা হলে পরের বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী পদে বাবুলাল মরাণ্ডিকে জেতান। তিনি ঝাড়খণ্ডে মদ বন্ধ করবেন।” আজ রাঁচিতে ছিল ঝাড়খণ্ড বিকাশ মোর্চার মহা-অধিবেশন। সেখানে নীতীশ ছিলেন প্রধান অতিথি। নীতীশ বলেন, “বিজেপি শাসিত রাজ্যে মদ বন্ধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আবেদন জানাচ্ছি। তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই গুজরাতে প্রথম থেকেই মদ বন্ধ। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন ওই নিয়ম বহাল রেখেছিলেন। তা হলে এখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন মদ বন্ধ করার নির্দেশ দিচ্ছেন না?” নীতীশের অভিযোগ, বিহারের সীমানা সংলগ্ন এলাকায় ঝাড়খণ্ডের জমিতে মদের দোকানের সংখ্যা বেড়ে গিয়েছে। তিনি বলেন, “রঘুবর সরকারকে এই নিয়ে চিঠি দিয়েও লাভ হয়নি।”