mahua moitro

Nishikant dubey: মহুয়ার নামে স্পিকারকে অভিযোগ জানালেন দুবে

এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২১ ০৭:১৪
Share:

ফাইল চিত্র।

মহুয়া মৈত্র তাঁকে ‘বিহারি গুন্ডা’ বলেছেন জানিয়ে এ বার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নালিশ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বুধবার পেগাসাস স্পাইওয়্যার নিয়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনার কথা ছিল। বিজেপি সাংসদরা সেই বৈঠকে গেলেও হাজিরা খাতায় সই করেননি। ফলে বৈঠক ভেস্তে যায়। পেগাসাস নিয়ে আলোচনাও হয়নি। এর পরেই নিশিকান্ত অভিযোগ করেন, মহুয়া তাঁকে ‘বিহারি গুন্ডা’ বলেছেন। মহুয়া আগেই অভিযোগ অস্বীকার করেছিলেন। স্পিকারের কাছে অভিযোগ জানিয়ে নিশিকান্ত বলেন, “তৃণমূলের হিন্দিভাষিদের সম্পর্কে অ্যালার্জি রয়েছে। এটা বিহারি অস্মিতার প্রশ্ন জড়িত। ওঁর ক্ষমা চাওয়া উচিত।”

Advertisement

এ বিষয়ে প্রশ্ন করা হলে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি। স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী তারুর বলেন, বৈঠকই হয়নি। ফলে বৈঠকে কী হয়েছে, তা কী ভাবে বলা সম্ভব! তারুরের বক্তব্য, “আমি এ বিষয়ে কিছুই জানি না। যে বৈঠক হয়নি, সেখানে কেউ কাউকে কিছু বললে আমি কী বলতে পারি?” নিশিকান্ত তারুরের বিরুদ্ধেও অধিকার ভঙ্গের অভিযোগ এনেছেন।


তারুরের বক্তব্য, স্থায়ী কমিটির বৈঠককে ‘পিংপং ম্যাচ’-এ পরিণত করে ফেলা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement