National News

‘ফাঁসিতে বিলম্বে আমাদের ভূমিকা নেই’, বললেন কেজরী

কেজরীওয়াল বললেন, ‘‘এ ব্যাপারে আমাদের কোনও ভূমিকাই ছিল না।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ ১৮:২৩
Share:

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। ছবি- পিটিআই।

নির্ভয়া মামলার চার অপরাধীদের প্রাণদণ্ডাদেশ কার্যকরে দেরি হওয়ার জন্য তাঁর আম আদমি পার্টির (‘আপ’) সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা উড়িয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। বললেন, ‘‘এ ব্যাপারে আমাদের কোনও ভূমিকাই ছিল না। খাতায়-কলমে আমাদের যা যা করণীয় ছিল, সেই সবই আমরা কয়েক ঘণ্টার মধ্যে করে দিয়েছি।’’

Advertisement

নির্ভয়া মামলার চার অপরাধীর ফাঁসির দেরি হওয়ায় ধর্ষিতার মা আশা দেবী কাঁদতে কাঁদতে দিল্লি সরকারের সমালোচনা করে বলেছিলেন, ‘‘রাজনৈতিক ফয়দা লোটার জন্য কেউ কেউ আমার মৃতা মেয়েকে নিয়েও খেলছেন।’’

সামনে দিল্লি বিধানসভার নির্বাচন। তাই সুযোগটা হাতছাড়া করতে চায়নি বিজেপি-ও। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর বৃহস্পতিবার বলেন, ‘‘অপরাধীদের ক্ষমাপ্রার্থনার জন্য নোটিস ধরাতে কেন আড়াই বছর লাগিয়ে দিল দিল্লি সরকার?’’

Advertisement

আরও পড়ুন- ‘যাঁরা ঝান্ডা তুলেছিলেন তাঁরাই এখন রাজনীতি করছেন’, ফাঁসিতে বিলম্ব নিয়ে তোপ নির্ভয়ার মায়ের​

আরও পড়ুন- নির্ভয়া: এক নজরে সাত বছরের লড়াই​

এই সবেরই জবাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এ দিন বলেন, ‘‘এ ব্যাপারে দিল্লি সরকারের যেটুকু করণীয় ছিল, তা সঠিক ভাবেই করা হয়েছিল। আর তা হয়েছিল যথাসময়েও। এই মামলা-সংক্রান্ত কোনও কিছুতেই আমাদের দেরি হয়নি। তবে এ ব্যাপারে দিল্লি সরকারের ভূমিকা তেমন ছিল না বললেই হয়। আমরা চাইছি, যত তাড়াতাড়ি সম্ভব চার অপরাধীর প্রাণদণ্ডাদেশ কার্যকর হোক।’’

নির্ভয়ার মা আশা দেবীর অভিযোগ ছিল, ‘‘অপরাধীদের নানা রকমের সুযোগসুবিধা দেওয়া হচ্ছে। আর আমাদের কেন কোনও অধিকার নেই কিছু পাওয়ার?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement