প্রতীকী চিত্র।
জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) গ্রেফতার করল তাদেরই প্রাক্তন গোয়েন্দাকে। তাঁর বিরুদ্ধে পাক জঙ্গি সংস্থা লস্কর-ই তৈবার কাছে গোপন তথ্য পাচারের অভিযোগ রয়েছে। এডি নেগি নামে ওই আইপিএস অফিসার জম্মুকাশ্মীরে এক জঙ্গিকে ওই তথ্য পাচার করেছিলেন বলে সংবাদ সংস্থাকে জানিয়েছে এনআইএ-র এক মুখপাত্র।
এসপি পদমর্যাদার ওই আধিকারিক এক সময় জম্মু-কাশ্মীরে কর্মরত ছিলেন। সেসময় তিনি কিছু গোপন তথ্য পাচার করেছিলেন লস্কর জঙ্গিকে।
ওই তথ্যপাচারের ঘটনায় এর আগে ছ’জনকে গ্রেফতার করেছিল। ওই ঘটনার তদন্তে নেমে নেগির বিতর্কিত ভূমিকার কথা জানতে পারে। এনআইএ-র মুখপাত্র জানিয়েছেন, নেগির ভূমিকা ইতিমধ্যেই যাচাই করে দেখা হয়েছে। তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।