২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণে সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়ে শুক্রবার তাঁকে ক্লিনচিট দেয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই ঘটনায় শনিবার এনআইএ-র নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছে আপ। প্রথমে এই মামলার দায়িত্বে ছিলেন ২৬/১১-র হামলায় নিহত মহারাষ্ট্র এটিএসের প্রাক্তন যুগ্ম কমিশনার হেমন্ত কারকারে। কিন্তু বিজেপি এবং এনআইএ তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল। আপ নেতা আশিস খেতন বিজেপি এবং এনআইএ-কে ক্ষমা চাইতে বলেন। তাঁর মতে, এখন এনআইএ-ও বিজেপির খাঁচার পাখি হয়ে যাচ্ছে।