Maoist Attack

মাওবাদী নেত্রী গ্রেফতার রায়পুরে, বছর দুয়েক আগে ২২ আধা সেনা জওয়ানকে হত্যার অভিযোগ

বছর দুয়েক আগে যৌথবাহিনীর উপর হামলার অভিযোগে গ্রেফতার মাওবাদী নেত্রী। রবিবার ছত্তীসগঢ়ের বিজাপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। এমনটাই জানা গিয়েছে এনআইএ সূত্রে।

Advertisement

সংবাদ সংস্থা

রায়পুর শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ১৪:৫৫
Share:

— নিজস্ব চিত্র।

যৌথবাহিনীর উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হল মাওবাদী নেত্রীকে। রবিবার ছত্তীসগঢ়ের বিজাপুর থেকে গ্রেফতার করা হয়েছে মাওবাদী নেত্রী মড়কম উঙ্গি ওরফে কমলাকে। এমনটাই জানা গিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সূত্রে। বছর দুয়েক আগে ওই হামলার জেরে মৃত্যু হয়েছিল ২২ জন জওয়ানের। আহত হয়েছিলেন ৩০ জন।

Advertisement

এনআইএ সূত্রে জানা গিয়েছে, বিজাপুরের টেকাগুড়িয়াম গ্রামে পুলিশ এবং আধা সেনার উপরে ওই হামলার সঙ্গে যোগ রয়েছে কমলার। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ওই নাশকতার তদন্তে নেমে এনআইএ আধিকারিকরা জানতে পারেন, বিজাপুর জেলার ভোপালপত্তনমে লুকিয়ে রয়েছেন এক মাওবাদী নেত্রী। এর পরই তাঁরা ওই মাওবাদী নেত্রীকে জালে পুরতে তৎপর হন। কমলাকে হাজির করানো হয় জগদলপুরে এনআইএ-র বিশেষ আদালতে।

বিজাপুরে ওই নাশকতার ঘটনায় মাওবাদীদের ২৩ জন সদস্যের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল এনআইএ। তাতে উল্লেখ করা হয়েছিল, ৩০০ থেকে ৪০০ জন মাওবাদীর একটি দল হামলা চালিয়েছিল যৌথবাহিনীর উপরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement