Mohammed Zubair

Mohammd Zubair: ‘অনুমতি ছাড়াই তথ্য দিয়েছে রেজ়রপে’

জ়ুবেরের ওয়েবসাইটের দাবি, রেজ়রপে-র মাধ্যমে তাদের অ্যাকাউন্টে কেবল ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই টাকা দেওয়া যায়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ০৬:৩৭
Share:

ফাইল চিত্র।

অনুমতি না নিয়েই ডিজিটাল লেনদেনের মধ্যস্থতাকারী সংস্থা রেজ়রপে তাদের সম্পর্কে দিল্লি পুলিশকে তথ্য দিয়েছে বলে অভিযোগ করল অল্ট নিউজ়। তথ্য যাচাইকারী ওয়েবসাইট অল্ট নিউজ়ের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জ়ুবেরকে সম্প্রতি গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জ়ুবেরের টুইটে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ তাদের। আদালতে সরকারি কৌঁসুলি দাবি করেন, জ়ুবের পাকিস্তান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহি ও সৌদি আরব থেকে অনুদান পেয়েছেন। অল্ট নিউজ়ের তরফে জানানো হয়েছে, অনুদান নিয়ে অল্ট নিউজ়ের বিরুদ্ধে কোনও তদন্তই শুরু হয়নি। তাও অল্ট নিউজ়কে কারা অনুদান দেন, তা নিয়ে দিল্লি পুলিশকে তথ্য দিয়েছে রেজ়রপে। তারা অল্ট নিউজ়ের কাছ থেকে অনুমতিও নেয়নি। জ়ুবেরের ওয়েবসাইটের দাবি, রেজ়রপে-র মাধ্যমে তাদের অ্যাকাউন্টে কেবল ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই টাকা দেওয়া যায়। ফলে বিদেশি উৎস থেকে টাকা পাওয়ার অভিযোগ অসত্য। রেজ়রপে-র কাছ থেকে তথ্য পাওয়ার কথা স্বীকার করে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার কে পি এস মলহোত্রা বলেন, ‘‘রেজ়রপে কেবল মধ্যস্থতাকারী সংস্থা। অল্ট নিউজ়ে অনুদান সম্পর্কে আসল তথ্য পাওয়া যাবে ব্যাঙ্ক থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement