দশ টাকার এই পুরনো নোটের বদলে বাজারে আসবে নতুন নোট। ছবি: সংগৃহীত।
এ বার নয়া চেহারায় বাজারে আসবে দশ টাকার নোট। রিজার্ভ ব্যাঙ্কের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দশ টাকার নতুন নোট হবে চকোলেট রঙের। মহাত্মা গাঁধী সিরিজের ওই নোটে থাকবে কোনার্কের সূর্য মন্দিরের ছবি।
শীর্ষ ব্যাঙ্ক সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় একশো কোটি দশ টাকার নতুন নোট ছাপানো হয়ে গিয়েছে। শীঘ্রই তা বাজারে ছাড়া হবে। ২০০৫-এ শেষ দশ টাকার নোটের নতুন ডিজাইন করা হয়েছিল।
২০১৬-র ৮ নভেম্বর বিমুদ্রাকরণের সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। রাতারাতি বাতিল ঘোষণা করা হয় ৫০০ এবং ১০০০ টাকার নোট। পুরনো নোট বদলে নুতন নোট সংগ্রহে হয়রানির মুখোমুখি হতে আমজনতাকে। সেই সঙ্গে শুরু হয় খুচরোর সমস্যা। তাতে ছোট ব্যবসায়ী-সহ আমজনতার ক্ষোভের মুখে পড়ে মোদী সরকার। পরিস্থিতি সামাল দিতে বাজারে ছাড়া হয় নতুন ২ হাজার টাকার নোট। পাশাপাশি, গত অগস্টে মহাত্মা গাঁধী সিরিজের ৫০ এবং ২০০ টাকার নতুন নোটও ছাপানো হয়।
আরও পড়ুন
অরুণাচলে ঢুকে রাস্তা তৈরির চেষ্টায় চিন, রুখে দিল ভারতীয় বাহিনী
৫০০ টাকার বিনিময়ে আধার কার্ডের তথ্য বিক্রি করছে হ্যাকাররা!
ভারত ভয় দেখিয়েছে মা-স্ত্রীকে, যাদবকে দিয়ে বলাল পাকিস্তান
যদিও কেন্দ্রের দাবি, বিমুদ্রাকরণের দু’টি উদ্দেশ্য ছিল। প্রথমত, কালো টাকার বাড়বাড়ন্ত রোখা। দ্বিতীয়ত, দেশে ডিজিটাল লেনদেন বাড়ানো। তবে বিমুদ্রকরণ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার। কারণ, সে সময় দেশের প্রায় ৯৫ শতাংশ লেনদেনই নগদে করা হত। এবং ৮৫ শতাংশ মজুরের পারিশ্রমিকই দেওয়া হত নগদ টাকায়। তা ছাড়া, দেশের জনসংখ্যার অর্ধেক মানুষেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। ফলে বিমুদ্রাকরণের ফলে বিপাকে পড়েন তাঁরা।
এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন
মূলত দেশে খুচরোর সমস্যা মেটাতেই দশ টাকার আরও নতুন নোট বাজারে আনা হচ্ছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।