করিমগঞ্জ-মহীশাসন ব্রডগেজে লঙ্গাই নদীর উপর তৈরি হচ্ছে নতুন সেতু। সেতুর সমান্তরালে রেল লাইন বসাতে ফুট চল্লিশেক উঁচু মাটির ঢিবি গড়া হয়েছে। তাতেই প্রচণ্ড সমস্যা পড়েছেন করিমগঞ্জের বেতাইল, উমাপতির মতো কয়েকটি এলাকার বাসিন্দারা।
করিমগঞ্জে যাতায়াত করতে ওই মাটির ঢিবি পেরতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। অভিযোগ উঠেছে, মাটির ঢিবির জন্য দমকলের গাড়ি, অ্যাম্বুল্যান্স সে সব জায়গায় ঢুকতে পারছেন না। অসুস্থ রোগী, সন্তানসম্ভবা মহিলাদের হাসপাতালে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে।
ওই ঢিবির নিচ দিয়ে যাতায়াতের রাস্তা তৈরির দাবিতে তা-ই আজ করিমগঞ্জে বিক্ষোভ দেখান প্রচুর মানুষ। কয়েকশো আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ। রেল সূত্রে খবর, এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ঢিবির তলা দিয়ে রাস্তা তৈরিতে কত খরচ হতে পারে, তার হিসেব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। কারণ, রেল লাইনের নিচ দিয়ে সাধারণত রেল বিভাগ কোনও রাস্তা গড়ে দেয় না। এলাকাবাসী বা স্থানীয় প্রশাসন মনে করলে, নিজস্ব খরচে ওই রাস্তা তৈরি করে দিতে পারে। বিক্ষোভকারীদের বক্তব্য, রাজ্য সরকারের তরফে এ নিয়ে কোনও সদর্থক পদক্ষেপ করা হচ্ছে না। যত দিন পর্যন্ত ওই ঢিবির তলায় রাস্তা তৈরি করা হচ্ছে না, তাঁরা তত দিন আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন। ব্রডগেজের নির্মাণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।