প্ল্যাস্টিক থেকে তেল অসমে

ফেলে দেওয়া প্লাস্টিক থেকে তেল উৎপাদনের প্রকল্প তৈরি হবে গুয়াহাটিতে। রাজ্যের অর্থ, শিক্ষা, স্বাস্থ্য ও গুয়াহাটি উন্নয়নের ভারপ্রাপ্ত মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে বৈঠকের পর এ কথা জানান কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ০৮:৫১
Share:

ফেলে দেওয়া প্লাস্টিক থেকে তেল উৎপাদনের প্রকল্প তৈরি হবে গুয়াহাটিতে। রাজ্যের অর্থ, শিক্ষা, স্বাস্থ্য ও গুয়াহাটি উন্নয়নের ভারপ্রাপ্ত মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে বৈঠকের পর এ কথা জানান কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Advertisement

হিমন্ত জানান, কম সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করা হবে। অয়েল ইন্ডিয়া লিমিটেড ও নুমালিগড় শোধনাগারের কারিগরী সহায়তায় প্লাস্টিক থেকে হবে অপরিশোধিত তেল। রাজ্য ওই প্রকল্প গড়তে ১০ বিঘা জমি দিচ্ছে। শীঘ্রই গুয়াহাটি পৌরনিগম, গুয়াহাটি মহানগর বিকাশ প্রাধিকরণ ও অয়েল ইন্ডিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে। পাশাপাশি, নুমালিগড়ে হাজার কোটি টাকা ব্যয়ে বাঁশ থেকে ইথানল প্রস্তুত করার নতুন প্রকল্প স্থাপন করা হবে। তাতে অনেক স্থানীয় মানুষ কাজ পাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement