সুষমা স্বরাজ। ছবি: পিটিআই।
দেশের মানুষের হাতে আরও সহজে পাসপোর্ট পৌঁছে দিতে মঙ্গলবার দু’টি নতুন প্রকল্পের ঘোষণা করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। চালু হল পাসপোর্ট সেবা অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে মোবাইল ফোন থেকেই পাসপোর্টের আবেদনপত্র জমা দেওয়া যাবে। লখনউতে পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা করেন তিনি।
পাশাপাশি এখন দেশের যে কোনও প্রান্ত থেকেই পাসপোর্টের আবেদন করা যাবে বলে জানিয়েছেন সুষমা। এ জন্য প্রাথমিক ভাবে উত্তর-পূর্বের প্রতিটি রাজ্যে খোলা হচ্ছে পাসপোর্ট কেন্দ্র। এত দিন শুধুমাত্র গুয়াহাটি কেন্দ্রের উপরেই নির্ভর করতেন এই অঞ্চলের মানুষ।
ভবিষ্যতে দেশের প্রতিটি লোকসভা কেন্দ্রে একটি করে পাসপোর্ট কেন্দ্র খোলা হবে, এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী। পূর্ব পরিকল্পনামাফিক ইতিমধ্যেই খোলা হয়েছে ২১২টি পাসপোর্ট কেন্দ্র। খুব তাড়াতাড়ি খোলা হবে আরও ৩৮টি নতুন কেন্দ্র।
আরও পড়ুন: কেন এসি ২৪ ডিগ্রিতে? কী বলছেন মন্ত্রী?
আরও পড়ুন: মোদীর উপর হামলার আশঙ্কা ‘চরম পর্যায়ে’, নিশ্ছিদ্র হচ্ছে নিরাপত্তা