National News

যোগীর রাজ্যে ছাড় নেই ভিআইপি-রও, হুঁশিয়ারি নয়া পুলিশকর্তার

উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পেয়েই ‘গুন্ডাগর্দি’ দমনের প্রতিশ্রুতি দিলেন সুলখান সিংহ। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, অন্যায় করলে ছাড় পাবেন না ভিআইপি-রাও। শুক্রবারই পুলিশ প্রধানের দায়িত্ব নেন সুলখান সিংহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ১৫:২৯
Share:

নতুন ডিজি সুলখান সিংহ। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পেয়েই ‘গুন্ডাগর্দি’ দমনের প্রতিশ্রুতি দিলেন সুলখান সিংহ। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, অন্যায় করলে ছাড় পাবেন না ভিআইপি-রাও। শুক্রবারই পুলিশ প্রধানের দায়িত্ব নেন সুলখান সিংহ। পুলিশে স্বচ্ছতা আনতে এবং যে কোনও ঘটনার তদন্ত যাতে নিরপেক্ষ ভাবে হয় সে দিকেও নজর রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ১৯৮০ ব্যাচের দুঁদে এই আইপিএস অফিসার বলেন, “যারা গুন্ডাগর্দি এবং অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেবেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। এমনকী, ভিআইপি-দেরও ছাড় দেওয়া হবে না।”

Advertisement

আরও পড়ুন: উত্তরপ্রদেশের ২০০০ মাদ্রাসা-মসজিদে বিশেষ নজরদারি শুরু পুলিশের

অফিসে বসে মুখে পান, পরণে জিন্‌স, জরিমানা সরকারি কর্মীর

Advertisement

রাজ্য জুড়ে স্বঘোষিত গোরক্ষকদের তাণ্ডব প্রসঙ্গে পুলিশ প্রধানের সাফ জবাব, কোনও রকম হুজ্জুতি বরদাস্ত করবে না প্রশাসন। তবে অ্যান্টি রোমিও স্কোয়াড নিয়ে তিনি বলেন, “এই স্কোয়াডের পুলিশকর্মীরা সাধারণ পোশাকে ঘুরে বেড়াবেন। কোনও রকম আপত্তিকর কিছু দেখলে তবেই ব্যবস্থা নেওয়া হবে।” সাধারণ মানুষের নিরাপত্তা দিতে কোনও রকম আপোসের রাস্তায় যাবে না পুলিশ। তা ছাড়া স্থান-কাল-পাত্রে কোনও ভেদাভেদ না রেখেই পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ডিজি। পুলিশ যাতে কোনও রকম চাপ ছাড়াই স্বাধীন ভাবে কাজ করতে পারে সে দিকেও নজর রাখা হবে। পাশাপাশি, পুলিশকর্মীদের মনোবল বাড়ানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

পুলিশবাহিনীতে নানা রকম সংস্কারমূলক কাজের জন্য বেশ খ্যাতি রয়েছে সুলখান সিংহের। উত্তরপ্রদেশ পুলিশের দায়িত্ব পেয়েই তাই তিনি বলেন, “যে সময় হাতে পেয়েছি, এই সময়ের মধ্যেই আমাকে দায়িত্ব পূরণ করতেই হবে।” পুলিশবাহিনীর মধ্যে স্বচ্ছতা, শৃঙ্খলা এবং সৌজন্য ফিরিয়ে আনাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য, জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবারেই পুলিশের উপরতলায় বেশ বড়সড় পরিবর্তন আনেন। ডিজি পদ থেকে জাভেদ আহমেদকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয় সুলখান সিংহকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement