পুরনো ২০ টাকার নোট।
বাজারে আসছে নতুন ২০ ও ৫০ টাকার নোট। রবিবার রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে এ খবর জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, পুরনো ২০ ও ৫০ টাকার নোট যেমন চলছিল তেমনই চলবে বাজারে।
নতুন ২০ টাকার নোটে ‘L’ ইনসেট লেটার রয়েছে। কিন্তু ৫০ টাকার নোটের নম্বর প্যানেলে ইনসেট লেটার নেই। নতুন নোটে আরবিআই গভর্নর উর্জিত পটেলের স্বাক্ষর থাকবে। সেই সঙ্গে ২০১৬ সালটাও উল্লেখ থাকবে।
আরও খবর...