ক্ষমতা দখল নিয়ে এডিএমকে–তে ভাঙন ধরেছিল জয়ললিতার মৃত্যুর পরেই। আজ আনুষ্ঠানিক ভাবে সিলমোহর বসাল নির্বাচন কমিশন। এডিএমকে-র ‘আসল’ দাবিদার হয়ে উঠতে লড়াইয়ে দু’দলকেই সাময়িক ভাবে নতুন নাম ও প্রতীক চিহ্ন দিল নির্বাচন কমিশন।
শশিকলা ও পনীরসেলভম— দুই শিবিরই চেয়েছিল তাঁদের দলের নামের সঙ্গে ‘আম্মা’ শব্দটি জুড়ে রাখতে। তামিলনাড়ুতে ক্ষমতায় থাকা শশিকলা গোষ্ঠীর নতুন নাম হয়েছে ‘এডিএমকে আম্মা।’ ওই দলের নতুন প্রতীক চিহ্ন হ্যাট বা টুপি। প্রতিদ্বন্দ্বী পনীরসেলভম গোষ্ঠী প্রতীক হিসেবে পেয়েছে বিদ্যুতের স্তম্ভ। তাঁদের দলের নাম ‘আম্মা এডিএমকে’ রাখতে চাইলেও কমিশন তা খারিজ করে দেয়। পরে ওই গোষ্ঠী তাঁদের দলের নাম রাখে ‘এডিএমকে পুরাতাচ্চি থালাইভা আম্মা’— কমিশন একে স্বীকৃতি দিয়েছে।
জয়ললিতার মৃত্যুর পর যুযুধান শশিকলা এবং ও পনীরসেলভম গোষ্ঠী এডিএমকে-র ক্ষমতা দখলের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল। জয়ললিতার মৃত্যুতে খালি হওয়া রাধাকৃষ্ণণ নগরের আসন থেকে দলের প্রতীক জোড়া পাতা নিয়ে লড়তে কমিশনের কাছে আবেদন জানান দুই শিবিরই। দু’দলের একই দাবি দেখে কালই জোড়া পাতা প্রতীক চিহ্নকে খারিজ করে দিয়ে সাময়িক ভাবে নতুন চিহ্ন দেয় কমিশন।