ক্ষমতায় থাকলে মানুষ অনেক কিছু ভুলে যান। বিজেপি সভাপতি অমিত শাহের ক্ষেত্রেও কি এমন ঘটল? অন্তত, শনিবার ভারত-পাকিস্তান ক্রিকেটে প্রসঙ্গে এমন এক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, যাতে এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
কী বলেছেন শাহ?
আরও পড়ুন: রবিবার পাকিস্তানকে দু’বার হারানোর ‘মওকা’ ভারতের
শনিবার তিনি বলেন, এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট চালু হওয়ার সম্ভাবনা নেই। তবে, আন্তর্জাতিক টুর্নামেন্টে দু’দেশ খেলা চালিয়ে যাবে বলে মম্তব্য করেন তিনি। বলেন, ভারত পাকিস্তানে খেলতে যাবে না, পাকিস্তানও খেলতে আসছে না ভারতে। বিজেপি সভাপতি ভারত সরকার বা ক্রিকেট প্রশাসনের কর্তা নন। কেবলমাত্র গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান। শুধুমাত্র এই পদে থেকে এমন মন্তব্য কী করে শাহ করলেন, তা নিয়েই উঠছে প্রশ্ন।