Narendra Modi

দেশের উন্নয়নে সংস্কার জরুরি, কৃষি আইন নিয়ে উত্তপ্ত আবহের মধ্যেই বার্তা প্রধানমন্ত্রীর

সোমবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আগরা মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন মোদী। এখান থেকেই তিনি বার্তা দেন, সংস্কার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ১৯:৩৫
Share:

ফাইল চিত্র।

কৃষি আইন নিয়ে গোটা দেশ ফুঁসছে। কৃষকদের হাতে কার্যত অবরুদ্ধ দিল্লি। সরকার এবং কৃষক সংগঠনগুলোর কয়েক দফা বৈঠকের পরেও এখনও কোনও সমাধান সূত্র মেলেনি। দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বললেন, ‘‘দেশের উন্নয়নের জন্য সংস্কারের প্রয়োজন। যুগ যুগ ধরে চলে আসা বেশ কিছু আইন বর্তমান পরিস্থিতিতে বোঝা হয়ে দাঁড়াচ্ছে।”

সোমবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আগরা মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন মোদী। এখান থেকেই তিনি বার্তা দেন, সংস্কার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাঁর সরকার সেই পথেই হাঁটছে। এই সংস্কার যে দেশবাসীর স্বার্থে সেটাও মনে করিয়ে দেন মোদী। পাশাপাশি এটাও মনে করিয়ে দেন, আগে যে সব সংস্কার হত তার গতি ছিল শ্লথ। সংস্কার হত ছোট ছোট।

বিরোধীদের বিক্ষোভের মুখে পড়েও একের পর এক সংস্কারের পথে হেঁটেছে কেন্দ্র। তা সে নোটবন্দি হোক বা জিএসটি বা নাগরিকত্ব সংশোধনী আইন। দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে বিজেপি-র সরকারকে। কিন্তু তার পরেও একের পর এক সংস্কারের পথে হেঁটেছে তারা। সম্প্রতি কৃষি আইনে যে পরিবর্তন এনেছে কেন্দ্র, তা নিয়ে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে কৃষকরা দিল্লিতে জড়ো হয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করছেন। আইন প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছে কৃষক সংগঠনগুলো।

Advertisement

আরও পড়ুন: ‘এই দ্বিচারিতা লজ্জার’, কৃষকদের বন্‌ধ সমর্থন করায় বিরোধীদের তোপ কেন্দ্রের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement